বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ডাকাতির প্রস্তুতিকালে বিষখালী নদী থেকে দেশীয় অস্ত্রসহ হাকিম জোমাদ্দার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় পুলিশ আটক ব্যক্তির কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার, চাপাতি, শিকল কাটার, ছোরা ও মোবাইল উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারা হোসেন আজকের পত্রিকাকে বলেন, দেশীয় অস্ত্রসহ হাকিম জোমাদ্দার নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেষপুরে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ৮টি মামলা রয়েছে। হাকিম তার সঙ্গে থাকা ডাকাতদের তথ্য দিয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরশহরের ফেরিঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় স্থানীয় জেলেরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয়রা ডাকাতদের ট্রলারটিকে চারদিক থেকে ঘিরে ফেলে একজন ডাকাতকে আটকে ফেলে, বাকিরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সিফাত সিকদার আজকের পত্রিকাকে বলেন, মাঝনদীতে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ নদী থেকে একটি ট্রলার প্রচন্ড গতিতে যাচ্ছিল। জেলেদের সন্দেহ হলে তারা আমাদের খবর দেয়।
পরবর্তীতে পাড় থেকে আমরা পুলিশসহ একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করি। অনেক দূর যাওয়ার পর ট্রলার থামিয়ে ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি।
বরগুনার বেতাগীতে ডাকাতির প্রস্তুতিকালে বিষখালী নদী থেকে দেশীয় অস্ত্রসহ হাকিম জোমাদ্দার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় পুলিশ আটক ব্যক্তির কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার, চাপাতি, শিকল কাটার, ছোরা ও মোবাইল উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারা হোসেন আজকের পত্রিকাকে বলেন, দেশীয় অস্ত্রসহ হাকিম জোমাদ্দার নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেষপুরে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ৮টি মামলা রয়েছে। হাকিম তার সঙ্গে থাকা ডাকাতদের তথ্য দিয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরশহরের ফেরিঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় স্থানীয় জেলেরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয়রা ডাকাতদের ট্রলারটিকে চারদিক থেকে ঘিরে ফেলে একজন ডাকাতকে আটকে ফেলে, বাকিরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সিফাত সিকদার আজকের পত্রিকাকে বলেন, মাঝনদীতে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ নদী থেকে একটি ট্রলার প্রচন্ড গতিতে যাচ্ছিল। জেলেদের সন্দেহ হলে তারা আমাদের খবর দেয়।
পরবর্তীতে পাড় থেকে আমরা পুলিশসহ একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করি। অনেক দূর যাওয়ার পর ট্রলার থামিয়ে ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে