Ajker Patrika

ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ছোট ভাইজোড়া গ্রামে আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের আফজাল মাতুব্বর (৫০) আজ শুক্রবার বিকেলে বাসায় সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনেরা তাঁকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক আইরিন আলম তাঁকে মৃত ঘোষণা করেন। 

আফজাল মাতুব্বরের ছেলে জহিরুল ইসলাম বলেন, ‘বাবা ঘরের সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন।’ 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আইরিন আলম বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্টে আহত আফজাল মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত