বরগুনা প্রতিনিধি
বরগুনায় জোয়ার কমে যাওয়ায় উপকূলীয় এলাকার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ থাকলেও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানিয়েছেন, জেলার তিনটি প্রধান নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও ভাটির টানে পানি সাগরে নেমেছে।
বরগুনা পাউবোর পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার জোয়ার ও প্রবল বর্ষণের ফলে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী এই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সকাল থেকে জোয়ারের সময় স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হয়েছে।
মাহতাব হোসেন আরও বলেন, বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এ তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। এখন স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
বরগুনার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে পানি থাকলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।
ওই এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি ভাটির টানে নেমে যাওয়ায় জলাবদ্ধতা সমস্যা নেই।
এম বালিয়াতলী ইউনিয়নের সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফসলের মাঠে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ বন্ধ রাখতে হয়েছিল। আজ সকাল থেকে চাষাবাদ শুরু করেছি, কারণ ফসলের মাঠের পানি কমে গিয়েছে।’
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের বাড়ি বিষখালী নদীর তীরে। নদীর পানি বাড়লেই ফসলের মাঠ ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তবে আজ সকাল থেকে ভাটির টানে পানি কমে গিয়েছে। ফলে এখন আর সমস্যা হচ্ছে না।’
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি নদীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকাগুলো আমরা দ্রুত মেরামতের আওতায় আনব। তবে আজ থেকে নদীর পানির তোড় কমতে শুরু করেছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলায় এখন আর জলাবদ্ধতা নেই।’
বরগুনায় জোয়ার কমে যাওয়ায় উপকূলীয় এলাকার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ থাকলেও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানিয়েছেন, জেলার তিনটি প্রধান নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও ভাটির টানে পানি সাগরে নেমেছে।
বরগুনা পাউবোর পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার জোয়ার ও প্রবল বর্ষণের ফলে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী এই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সকাল থেকে জোয়ারের সময় স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হয়েছে।
মাহতাব হোসেন আরও বলেন, বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এ তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। এখন স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
বরগুনার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে পানি থাকলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।
ওই এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি ভাটির টানে নেমে যাওয়ায় জলাবদ্ধতা সমস্যা নেই।
এম বালিয়াতলী ইউনিয়নের সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফসলের মাঠে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ বন্ধ রাখতে হয়েছিল। আজ সকাল থেকে চাষাবাদ শুরু করেছি, কারণ ফসলের মাঠের পানি কমে গিয়েছে।’
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের বাড়ি বিষখালী নদীর তীরে। নদীর পানি বাড়লেই ফসলের মাঠ ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তবে আজ সকাল থেকে ভাটির টানে পানি কমে গিয়েছে। ফলে এখন আর সমস্যা হচ্ছে না।’
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি নদীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকাগুলো আমরা দ্রুত মেরামতের আওতায় আনব। তবে আজ থেকে নদীর পানির তোড় কমতে শুরু করেছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলায় এখন আর জলাবদ্ধতা নেই।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে