নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন গোপালগঞ্জের সদর উপজেলার বেদ গ্রামের বাসিন্দা তামিম শেখ (৪৪) ও কোটালীপাড়া উপজেলার বেপারীপাড়া রুবেল শেখ (৪২)। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই সন্তানের জননী বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী এলাকার বাসিন্দা রাশিদা বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। এরপর এক সন্তানের বাবা তামিম শেখের সঙ্গে রাশিদার পরিচয় ও প্রেম হয়। পরে তারা বিয়ে করে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের হেমায়েত মোল্লার বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু একপর্যায়ে স্বামী তামিমের সঙ্গে রাশিদার পারিবারিক বিরোধ শুরু হয়।
২০২২ সালের ১৯ জানুয়ারি তামিম শেখ রাশিদার মোবাইল ফোনে কল দিয়ে গোপালগঞ্জে নিয়ে যায়। তখন দশ মাস বয়সী শিশু তনিমকে নিয়ে গোপালগঞ্জ গেলে রাশিদাকে নিয়ে একটি আবাসিক হোটেলে উঠে স্বামী তামিম।
পরদিন রাতে রাশিদাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে থ্রি হুইলারে রওনা দেয়। তখন থ্রি হুইলারে ছিলেন দণ্ডিত রুবেল। থ্রি হুইলারটি গোপালগঞ্জ আগৈলঝাড়া মহাসড়কের বাইপাস ব্রিজের পাশে নির্জন স্থানে পৌঁছালে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে রাশিদাকে হত্যা করে।
পরে লাশ ব্রিজের অদূরে হান্নান মোল্লার ঘেরে পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে পথচারীরা দশ মাস বয়সী শিশু তনিমের কান্না শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বেঞ্চ সহকারী কামরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় রাশিদার ভাই আমিন শাহ বাদী হয়ে ২০২২ সালের ২০ জানুয়ারি আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য নিয়ে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট জমা দেন। বিচারক আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেছেন।
বরিশালে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন গোপালগঞ্জের সদর উপজেলার বেদ গ্রামের বাসিন্দা তামিম শেখ (৪৪) ও কোটালীপাড়া উপজেলার বেপারীপাড়া রুবেল শেখ (৪২)। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই সন্তানের জননী বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী এলাকার বাসিন্দা রাশিদা বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। এরপর এক সন্তানের বাবা তামিম শেখের সঙ্গে রাশিদার পরিচয় ও প্রেম হয়। পরে তারা বিয়ে করে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের হেমায়েত মোল্লার বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু একপর্যায়ে স্বামী তামিমের সঙ্গে রাশিদার পারিবারিক বিরোধ শুরু হয়।
২০২২ সালের ১৯ জানুয়ারি তামিম শেখ রাশিদার মোবাইল ফোনে কল দিয়ে গোপালগঞ্জে নিয়ে যায়। তখন দশ মাস বয়সী শিশু তনিমকে নিয়ে গোপালগঞ্জ গেলে রাশিদাকে নিয়ে একটি আবাসিক হোটেলে উঠে স্বামী তামিম।
পরদিন রাতে রাশিদাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে থ্রি হুইলারে রওনা দেয়। তখন থ্রি হুইলারে ছিলেন দণ্ডিত রুবেল। থ্রি হুইলারটি গোপালগঞ্জ আগৈলঝাড়া মহাসড়কের বাইপাস ব্রিজের পাশে নির্জন স্থানে পৌঁছালে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে রাশিদাকে হত্যা করে।
পরে লাশ ব্রিজের অদূরে হান্নান মোল্লার ঘেরে পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে পথচারীরা দশ মাস বয়সী শিশু তনিমের কান্না শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বেঞ্চ সহকারী কামরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় রাশিদার ভাই আমিন শাহ বাদী হয়ে ২০২২ সালের ২০ জানুয়ারি আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য নিয়ে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট জমা দেন। বিচারক আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেছেন।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
১ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
১ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে