Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১০: ৫৮
সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন এনএসআই সদস্য আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।

নিহত কর্মকর্তার নাম মো. আল আমিন (৩৫)। তিনি এনএসআই বরগুনা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ বলছে, মোটরসাইকেলে কলাপাড়া থেকে বরগুনাঁ যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের। তাঁদের মোটরসাইকেলটি আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এনএসআই কর্মকর্তা আল আমিন। এ সময় তাঁর সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে মরদেহ এনএসআই বরগুনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। আহত মাঠকর্মী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মরদেহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার এ বিষয়ে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত