Ajker Patrika

আমতলীতে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

বরগুনার আমতলীতে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের তারিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি ঢাকা থেকে তালতলী উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত আলমগীর (৩৫), আবু জাফর সালেহ (৬০), মহিবুল্লাহ (৪০), তানজিলা (৪০), মফেজ গাজী (৫৫), ইউনুস হাওলাদার (৩০), জামাল হোসেন (৩০), জাহিদুল মুন্সি (৩০), মনির হোসেনকে (৫২) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘৯ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার শেষে গাড়িটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত