Ajker Patrika

তজুমদ্দিনে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল ব্রাজিল

প্রতিনিধি, ভোলা
আপডেট : ০৮ জুলাই ২০২১, ২৩: ৫৬
তজুমদ্দিনে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল ব্রাজিল

ভোলার তজুমদ্দিনে আর্জেন্টিনা মুসলিম পাড়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল মুসলিম পাড়া। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জানা যায়, আজ বিকেলে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচের প্রথমার্ধের দশ মিনিটে আর্জেন্টিনা একটি গোল দেয়। পরের দশ মিনিটে ব্রাজিল এক গোল করে সমতা ফিরে আনে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৫ মিনিটে আবার একটি গোল দেয় ব্রাজিল। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ব্রাজিলকে বিজয়ী ঘোষণা করা হয়।

তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরনবী বলেন, ফুটবল নিয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। তাই সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ভবিষ্যতে এ ধরনের আরও ম্যাচের আয়োজন করা হবে। 

এ প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন– তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরনবী, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

তবে এই করোনা মহামারির মধ্যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে এমন খেলার আয়োজন নিয়ে অনেকে শঙ্ক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত