Ajker Patrika

ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ জামায়াতের

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ জামায়াতের

বরিশালের মুলাদীতে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। গত ১২ অক্টোবর ইসলামী আন্দোলনের জনসভায় কয়েকজন আলেমের ওই দলে যোগদান নিয়ে নেতা–কর্মীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ তাঁদের। 

এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা আজ মঙ্গলবার বিকেলে মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান। 

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবু ছালেহ বলেন, গত ১২ অক্টোবর মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী আন্দোলনের একটি সভা হয়েছিল। ওই সভায় কে বা কারা ইসলামী আন্দোলনে যোগ দেন। উপজেলা ইসলামী আন্দোলনের কতিপয় নেতা–কর্মী তাঁদের জামায়াতে ইসলামীর নেতা বলে অপপ্রচার করছেন। কিন্তু উপজেলা জামায়াতে ইসলামীর কোনো নেতা, কর্মী কিংবা কোনো সমর্থক ইসলামী আন্দোলনে যোগ দেননি। 

আবু ছালেহ আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতা–কর্মী ও সমর্থকেরা দলীয় নীতি আদর্শে দৃঢ় বিশ্বাসী। তাঁরা অন্য কোনো দলে যোগ দেওয়ার চিন্তা করেন না। ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এতে ইসলামী দলগুলোর মধ্যে সম্ভাব্য ঐক্য গঠন বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মোতালেব, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ডা. মো. মোর্শেদ আলম, মো. সিদ্দিকুর রহমান, কাজিরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুস ছত্তার সিদ্দিকী, গাছুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. দিদারুল আহসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত