নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশাল বিভাগে ৭২৪ জেলেকে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা শেষে আজ শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে আসে বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে। সকাল থেকে মোকামে আসে প্রচুর ইলিশ।
ব্যবসায়ীদের তথ্য মতে, প্রথম দিনে প্রায় দেড় হাজার মণ ইলিশ আমদানি হয়েছে পোর্ট রোড মোকামে। তবে পাঙাশ আর পোমাও উঠেছে বেশ।
সকালে পোর্ট রোড মোকামে গিয়ে দেখা গেছে, লোকে লোকারণ্য। নৌকা, ট্রলারে মাছ নিয়ে জেলে ভিড়ছে ঘাটে।
মেসার্স লিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ইলিশ আশা শুরু করেছে। তবে কাঙ্ক্ষিত মাছ আসছে না। শ্রমিকেরা কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে। পাঙাশ আর পোমা বেশি এসেছে।’
পোর্ট রোডে ইলিশ কিনতে যাওয়া চাকরিজীবী মজিবর রহমান বলেন, ‘মাছের চেয়ে ক্রেতা বেশি।’
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, শুক্রবার প্রথম দিন প্রায় দেড় হাজার টন ইলিশ এসেছে। এলসি সাইজের ইলিশ ৪২ হাজার টাকা মণ এবং কেজি সাইজের ইলিশ ৪৮ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হয়েছে।
মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে, বিভাগের ৬ জেলায় গত ২২ দিনে অভিযান করা হয়েছে ২ হাজার ৯৯৪টি। এ সময়ের মধ্যে ইলিশ জব্দ করা হয়েছে ৯ টন ও জাল জব্দ করা হয়েছে প্রায় ৫৮ লাখ মিটার। জেল দেওয়া হয়েছে ৭২৪ জেলেকে। এর মধ্যে বরিশাল জেলায় কারাদণ্ডের সংখ্যা ৫৪৫ জন।
মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশাল বিভাগে ৭২৪ জেলেকে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা শেষে আজ শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে আসে বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে। সকাল থেকে মোকামে আসে প্রচুর ইলিশ।
ব্যবসায়ীদের তথ্য মতে, প্রথম দিনে প্রায় দেড় হাজার মণ ইলিশ আমদানি হয়েছে পোর্ট রোড মোকামে। তবে পাঙাশ আর পোমাও উঠেছে বেশ।
সকালে পোর্ট রোড মোকামে গিয়ে দেখা গেছে, লোকে লোকারণ্য। নৌকা, ট্রলারে মাছ নিয়ে জেলে ভিড়ছে ঘাটে।
মেসার্স লিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ইলিশ আশা শুরু করেছে। তবে কাঙ্ক্ষিত মাছ আসছে না। শ্রমিকেরা কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে। পাঙাশ আর পোমা বেশি এসেছে।’
পোর্ট রোডে ইলিশ কিনতে যাওয়া চাকরিজীবী মজিবর রহমান বলেন, ‘মাছের চেয়ে ক্রেতা বেশি।’
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, শুক্রবার প্রথম দিন প্রায় দেড় হাজার টন ইলিশ এসেছে। এলসি সাইজের ইলিশ ৪২ হাজার টাকা মণ এবং কেজি সাইজের ইলিশ ৪৮ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হয়েছে।
মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে, বিভাগের ৬ জেলায় গত ২২ দিনে অভিযান করা হয়েছে ২ হাজার ৯৯৪টি। এ সময়ের মধ্যে ইলিশ জব্দ করা হয়েছে ৯ টন ও জাল জব্দ করা হয়েছে প্রায় ৫৮ লাখ মিটার। জেল দেওয়া হয়েছে ৭২৪ জেলেকে। এর মধ্যে বরিশাল জেলায় কারাদণ্ডের সংখ্যা ৫৪৫ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৩ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৬ মিনিট আগে