নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের নদীবেষ্টিত চার উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে মাঠপর্যায়ে সার্ভে চালানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার থেকে আড়িয়াল খাঁ নদের তীর মুলাদীর কাজীরচরে ম্যাগাজিন স্থাপন চলছে। বাপেক্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা নিশ্চিত হয়ে পুরোদমে কাজ শুরু করা হবে। তাঁদের মতে, একসময়ের আইল্যান্ড হিসেবে চিহ্নিত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে গ্যাসের প্রাপ্যতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
গত বছর তৎকালীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) মো. মাহবুব হোসেন হিজলার গুয়াবাড়িয়া পরিদর্শনে এসে বরিশালে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাপেক্স এ অঞ্চলে সার্ভে শুরু করেছে।
বাপেক্সের সার্ভে কো-অর্ডিনেটর শহিদুল আলম ছোটন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে তাঁরা দ্বি-কম্পন জরিপ করছেন। ত্রি-কম্পন জরিপে গ্যাস আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তাঁরা কয়েকটি গ্রুপে যথাক্রমে সার্ভে গ্রুপ, ম্যাগাজিন গ্রুপ, রেকর্ডিং গ্রুপ ও ডিলিংস গ্রুপে কাজ করছেন। এখন বরিশালের যে এলাকায় (মুলাদী-হিজলা) কাজ চলছে, সেখানটা আইল্যান্ড হিসেবে চিহ্নিত হওয়ায় ফলাফল ভালো হবে বলে আশা করা যায়। আগামী তিন বছর তাঁরা এই এলাকায় প্রাকৃতিক গ্যাস খুঁজবেন।
জানতে চাইলে বাপেক্সের ফিল্ড অপারেশন ম্যানেজার সামসুল হুদা মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বাপেক্স এই প্রকল্পের আওতায় ৫১টি উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে চলতি অর্থবছর থেকে তাঁরা প্রথম ধাপে বরিশালের চারটি উপজেলা মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে সার্ভের প্রাথমিক কাজ চালাচ্ছেন।
এরই মধ্যে মুলাদীর কাজীরচরে জরিপ শুরু করা হয়েছে। আগামী মার্চে তাঁরা ধারণা করতে পারবেন, এখানে গ্যাসের সম্ভাবনা কতটা। এর ওপর ভিত্তি করে আগামী মাসেই ফুল ফেজে কাজ শুরু করবেন। দ্বিতীয় ফেজে বরিশাল সদরের আংশিক এবং গৌরনদীতেও খোঁজা হবে। তিনি বলেন, বরিশালের এসব এলাকায় সম্ভাবনা আছে বলেই তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন।
আজ সকাল থেকে মুলাদীর দক্ষিণ কাজীরচর এলাকায় প্রায় ২০ মিটার নিচে গর্ত করে ম্যাগাজিন স্থাপন করছেন একদল কর্মী। ওই ম্যাগাজিন (বোমার মতো) ফাটিয়ে গ্যাসের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ জন্য মুলাদীর নয়া ভাঙ্গলী নদীর তীরে ম্যাগাজিন রাখার ক্যাম্পও স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির। তিনি বলেন, এটি বরিশালবাসীর জন্য নিঃসন্দেহে আশার খবর।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, মুলাদীসহ আশপাশে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বাপেক্স কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে ক্যাম্পও করা হয়েছে। তাঁর জানা মতে, বাপেক্স এই এলাকাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক জরিপ করে যাচ্ছে।
বরিশালের নদীবেষ্টিত চার উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে মাঠপর্যায়ে সার্ভে চালানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার থেকে আড়িয়াল খাঁ নদের তীর মুলাদীর কাজীরচরে ম্যাগাজিন স্থাপন চলছে। বাপেক্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা নিশ্চিত হয়ে পুরোদমে কাজ শুরু করা হবে। তাঁদের মতে, একসময়ের আইল্যান্ড হিসেবে চিহ্নিত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে গ্যাসের প্রাপ্যতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
গত বছর তৎকালীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) মো. মাহবুব হোসেন হিজলার গুয়াবাড়িয়া পরিদর্শনে এসে বরিশালে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাপেক্স এ অঞ্চলে সার্ভে শুরু করেছে।
বাপেক্সের সার্ভে কো-অর্ডিনেটর শহিদুল আলম ছোটন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে তাঁরা দ্বি-কম্পন জরিপ করছেন। ত্রি-কম্পন জরিপে গ্যাস আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তাঁরা কয়েকটি গ্রুপে যথাক্রমে সার্ভে গ্রুপ, ম্যাগাজিন গ্রুপ, রেকর্ডিং গ্রুপ ও ডিলিংস গ্রুপে কাজ করছেন। এখন বরিশালের যে এলাকায় (মুলাদী-হিজলা) কাজ চলছে, সেখানটা আইল্যান্ড হিসেবে চিহ্নিত হওয়ায় ফলাফল ভালো হবে বলে আশা করা যায়। আগামী তিন বছর তাঁরা এই এলাকায় প্রাকৃতিক গ্যাস খুঁজবেন।
জানতে চাইলে বাপেক্সের ফিল্ড অপারেশন ম্যানেজার সামসুল হুদা মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বাপেক্স এই প্রকল্পের আওতায় ৫১টি উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে চলতি অর্থবছর থেকে তাঁরা প্রথম ধাপে বরিশালের চারটি উপজেলা মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে সার্ভের প্রাথমিক কাজ চালাচ্ছেন।
এরই মধ্যে মুলাদীর কাজীরচরে জরিপ শুরু করা হয়েছে। আগামী মার্চে তাঁরা ধারণা করতে পারবেন, এখানে গ্যাসের সম্ভাবনা কতটা। এর ওপর ভিত্তি করে আগামী মাসেই ফুল ফেজে কাজ শুরু করবেন। দ্বিতীয় ফেজে বরিশাল সদরের আংশিক এবং গৌরনদীতেও খোঁজা হবে। তিনি বলেন, বরিশালের এসব এলাকায় সম্ভাবনা আছে বলেই তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন।
আজ সকাল থেকে মুলাদীর দক্ষিণ কাজীরচর এলাকায় প্রায় ২০ মিটার নিচে গর্ত করে ম্যাগাজিন স্থাপন করছেন একদল কর্মী। ওই ম্যাগাজিন (বোমার মতো) ফাটিয়ে গ্যাসের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ জন্য মুলাদীর নয়া ভাঙ্গলী নদীর তীরে ম্যাগাজিন রাখার ক্যাম্পও স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির। তিনি বলেন, এটি বরিশালবাসীর জন্য নিঃসন্দেহে আশার খবর।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, মুলাদীসহ আশপাশে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বাপেক্স কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে ক্যাম্পও করা হয়েছে। তাঁর জানা মতে, বাপেক্স এই এলাকাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক জরিপ করে যাচ্ছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৫ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৪ মিনিট আগে