ভোলা প্রতিনিধি
বাড়ি বাড়ি বিদ্যুতের মতো ওয়াইফাইও প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার রাতে ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। ইন্টারনেট আমাদের প্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালে আমাদের এটা উপলব্ধি হয়েছে। যে রকম বাড়ি বাড়ি বিদ্যুৎ দরকার, সে রকম আমাদের বাড়ি বাড়ি ওয়াইফাই দরকার।’
পলক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, পরিশ্রম আর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ এত দ্রুত সময়ে মধ্যম আয়ের উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুধাবন করতে পেরেছেন যে, বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তিকে যদি আমরা সফল করতে চাই, তাহলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সজীব ওয়াজেদ জয় তাঁর দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছেন, দেশের সব মানুষকে যদি ইন্টারনেটে যুক্ত করা যায়, এ দেশের তরুণ প্রজন্মকে যদি মানবসম্পদ হিসেবে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা যায়, সরকারের সেবা খাতকে যদি ডিজিটালাইজড করা যায় এবং আয় রোজগারের জন্য প্রযুক্তি বিকশিত করা যায়, তাহলেই ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।’
সদর উপজেলার কাঠালী মৌজায় স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ টি) (প্রথম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
বাড়ি বাড়ি বিদ্যুতের মতো ওয়াইফাইও প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার রাতে ভোলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। ইন্টারনেট আমাদের প্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালে আমাদের এটা উপলব্ধি হয়েছে। যে রকম বাড়ি বাড়ি বিদ্যুৎ দরকার, সে রকম আমাদের বাড়ি বাড়ি ওয়াইফাই দরকার।’
পলক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, পরিশ্রম আর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ এত দ্রুত সময়ে মধ্যম আয়ের উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুধাবন করতে পেরেছেন যে, বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তিকে যদি আমরা সফল করতে চাই, তাহলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সজীব ওয়াজেদ জয় তাঁর দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছেন, দেশের সব মানুষকে যদি ইন্টারনেটে যুক্ত করা যায়, এ দেশের তরুণ প্রজন্মকে যদি মানবসম্পদ হিসেবে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা যায়, সরকারের সেবা খাতকে যদি ডিজিটালাইজড করা যায় এবং আয় রোজগারের জন্য প্রযুক্তি বিকশিত করা যায়, তাহলেই ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।’
সদর উপজেলার কাঠালী মৌজায় স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ টি) (প্রথম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক রাজা মুহম্মদ আব্দুল হাই, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১০ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৭ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২১ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৫ মিনিট আগে