বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামের একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই রায় দেন। একই সঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল হোসেন লামা উপজেলার আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে বিয়ে হয় কামাল হোসেনের। দুই ছেলেমেয়ে নিয়ে তাঁদের সংসার। এরই মধ্যে তিনি আরেকটি বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাতে বাধা দেন কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদী হয়ে এ বিষয়ে লামা থানায় একটি মামলা করেন।
সেই মামলা থেকে মুক্তি পেতে কামাল ফের শ্বশুরবাড়িতে যান। ওই বাড়িতে ঝগড়া হলে কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান কামাল। এ ঘটনার পর ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ির ঘরের বাইরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদী হয়ে ওই দিন লামা থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামের একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই রায় দেন। একই সঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল হোসেন লামা উপজেলার আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে বিয়ে হয় কামাল হোসেনের। দুই ছেলেমেয়ে নিয়ে তাঁদের সংসার। এরই মধ্যে তিনি আরেকটি বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাতে বাধা দেন কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদী হয়ে এ বিষয়ে লামা থানায় একটি মামলা করেন।
সেই মামলা থেকে মুক্তি পেতে কামাল ফের শ্বশুরবাড়িতে যান। ওই বাড়িতে ঝগড়া হলে কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান কামাল। এ ঘটনার পর ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ির ঘরের বাইরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদী হয়ে ওই দিন লামা থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৩ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
৯ মিনিট আগেনোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা এলাকায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৭) নিহত ও তাঁর সহকারী মো. হানিফসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বেল্লাল হোসেনেরসহ মোট ২৩ পরিবার ভোগান্তিতে পড়েছে। ভুক্তভোগী বেল্লাল হোসেন বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।
২৭ মিনিট আগে