প্রতিনিধি
চিতলমারী (বাগেরহাট) : একদিকে করোনার ক্রান্তিকাল। অন্যদিকে কয়দিনের টানা বৃষ্টিতে নাকাল। টিপটিপ বৃষ্টিতে ভিজে ঘর থেকে বের হয়েছেন সাধন বৈরাগী। যদি দু’চার টাকা আয় হয়। কিন্তু বাজারে আসার পর থেকে সারা দিন বৃষ্টি। একটি টাকাও আয় হয়নি। অথচ রাত পোহালেই এনজিওর কিস্তি। আজ রাতে আর সাধন বৈরাগীর চোখের দুই পাতা এক হবে না।
রোববার বিকেলে বাগেরহাটের চিতলমারী সদর বাজারে ছাতার মেরামতকারী সাধন বৈরাগীর (৪৫) সঙ্গে এসব নিয়েই কথা হয়।
দুঃখ করে তিনি বলেন, স্ত্রী লতিতা বৈরাগী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সংবাদ। থাকেন ওয়াপদা পাড়ার বস্তিতে। সংসারের প্রয়োজনে দুটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার একটি এনজিওর ৮০ হাজার টাকার বিপরীতে ১ হাজার ৫০০ টাকা এবং অন্য এনজিওটির ৬০ হাজার টাকার বিপরীতে ১ হাজার ২০০ টাকা কিস্তি দিতে হয়। কিন্তু করোনার শুরু থেকেই উপার্জনে টান পড়েছে। আর এই কয়েক দিনের বৃষ্টিতে আয় উপার্জন প্রায় বন্ধ।
দুর্গাপুর গ্রামের চা বিক্রেতা সনে সরকারেরও (৪০) একই হাল। মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর পরিবার। উপজেলা সদর বাজারে ছোট দোকান। ব্যবসার জন্য একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছেন। মাসে কিস্তি ৮ হাজার টাকা। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে দোকান খুলেছেন। কিস্তি প্রায় শেষের দিকে। কিন্তু করোনায় ব্যবসায় মন্দা। তাই চাপে আছেন।
কিস্তি নিয়ে বিপাকে পড়েছেন সুরশাইল গ্রামের ভ্যান চালক মো. আকবর আলী (৫৭)। স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে ছয় সদস্যর পরিবার তাঁর ওপর নির্ভরশীল। কিছুদিন আগে বাড়ির সামনে থেকে ভ্যানটি চুরি যায়। আবার ভ্যান কিনতে একটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার কিস্তি। তাই বৃষ্টিতে ভিজেই বাইরে বেরিয়েছেন।
কিস্তির টাকা জোগার করতে বৃষ্টির মধ্যেই দোকান খুলেছেন পাটরপাড়া গ্রামের সবজি বিক্রেতা মাসুদ মোল্লা (৪২)। পাঁচ সদস্যের পরিবারের ব্যয় সংকুলান, সেই সঙ্গে প্রায় প্রতিদিন কিস্তির টাকা জোগার করতে তাঁর নাভিশ্বাস। তাই রোববার বৃষ্টির মধ্যেই উপজেলা সদর বাজারে দোকান খুলেছেন মাসুদ মোল্লা।
চিতলমারী বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, শুধু সাধন বৈরাগী, সনে সরকার, মো. আকবর আলী ও মাসুদ মোল্লা নন, এ উপজেলার নিম্নআয়ের কয়েক হাজার মানুষ বিভিন্ন এনজিওর ঋণের জালে আবদ্ধ।
চিতলমারী (বাগেরহাট) : একদিকে করোনার ক্রান্তিকাল। অন্যদিকে কয়দিনের টানা বৃষ্টিতে নাকাল। টিপটিপ বৃষ্টিতে ভিজে ঘর থেকে বের হয়েছেন সাধন বৈরাগী। যদি দু’চার টাকা আয় হয়। কিন্তু বাজারে আসার পর থেকে সারা দিন বৃষ্টি। একটি টাকাও আয় হয়নি। অথচ রাত পোহালেই এনজিওর কিস্তি। আজ রাতে আর সাধন বৈরাগীর চোখের দুই পাতা এক হবে না।
রোববার বিকেলে বাগেরহাটের চিতলমারী সদর বাজারে ছাতার মেরামতকারী সাধন বৈরাগীর (৪৫) সঙ্গে এসব নিয়েই কথা হয়।
দুঃখ করে তিনি বলেন, স্ত্রী লতিতা বৈরাগী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সংবাদ। থাকেন ওয়াপদা পাড়ার বস্তিতে। সংসারের প্রয়োজনে দুটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার একটি এনজিওর ৮০ হাজার টাকার বিপরীতে ১ হাজার ৫০০ টাকা এবং অন্য এনজিওটির ৬০ হাজার টাকার বিপরীতে ১ হাজার ২০০ টাকা কিস্তি দিতে হয়। কিন্তু করোনার শুরু থেকেই উপার্জনে টান পড়েছে। আর এই কয়েক দিনের বৃষ্টিতে আয় উপার্জন প্রায় বন্ধ।
দুর্গাপুর গ্রামের চা বিক্রেতা সনে সরকারেরও (৪০) একই হাল। মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর পরিবার। উপজেলা সদর বাজারে ছোট দোকান। ব্যবসার জন্য একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছেন। মাসে কিস্তি ৮ হাজার টাকা। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে দোকান খুলেছেন। কিস্তি প্রায় শেষের দিকে। কিন্তু করোনায় ব্যবসায় মন্দা। তাই চাপে আছেন।
কিস্তি নিয়ে বিপাকে পড়েছেন সুরশাইল গ্রামের ভ্যান চালক মো. আকবর আলী (৫৭)। স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে ছয় সদস্যর পরিবার তাঁর ওপর নির্ভরশীল। কিছুদিন আগে বাড়ির সামনে থেকে ভ্যানটি চুরি যায়। আবার ভ্যান কিনতে একটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার কিস্তি। তাই বৃষ্টিতে ভিজেই বাইরে বেরিয়েছেন।
কিস্তির টাকা জোগার করতে বৃষ্টির মধ্যেই দোকান খুলেছেন পাটরপাড়া গ্রামের সবজি বিক্রেতা মাসুদ মোল্লা (৪২)। পাঁচ সদস্যের পরিবারের ব্যয় সংকুলান, সেই সঙ্গে প্রায় প্রতিদিন কিস্তির টাকা জোগার করতে তাঁর নাভিশ্বাস। তাই রোববার বৃষ্টির মধ্যেই উপজেলা সদর বাজারে দোকান খুলেছেন মাসুদ মোল্লা।
চিতলমারী বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, শুধু সাধন বৈরাগী, সনে সরকার, মো. আকবর আলী ও মাসুদ মোল্লা নন, এ উপজেলার নিম্নআয়ের কয়েক হাজার মানুষ বিভিন্ন এনজিওর ঋণের জালে আবদ্ধ।
জামালপুরের মেলান্দহ উপজেলায় চোর অভিযোগে গণপিটুনিতে রিপন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহায় পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মোজাম্মেল মিস্ত্রীর ছেলে।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেরাজধানীর বারিধারা থেকে অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। আজ শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়া সিসা বার পরিচালিত হচ্ছিল।
২০ মিনিট আগেজাতীয় আদিবাসী পরিষদের সহসভাপতি রাজ কুমার শাও বলেন, ‘সাজ্জাদের দলিল সঠিক নেই। এটা আদিবাসীদেরই জায়গা। এখানে সিটি করপোরেশন তাদের জন্য শৌচাগার নির্মাণ করে দিয়েছে। টিউবওয়েল দিয়েছে। ব্যক্তিগত জায়গায় এসব স্থাপনা হয় না। আদিবাসীর যেহেতু ৫৩ বছর ধরে এখানে বাস করছেন, এ জায়গা তাদের বন্দোবস্তো করে দিতে হবে।’
৩৫ মিনিট আগে