Ajker Patrika

পুলিশের ওপর হামলার ঘটনায় হেফাজতের ২ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২: ৪৮
পুলিশের ওপর হামলার ঘটনায় হেফাজতের ২ কর্মী গ্রেপ্তার

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল সোমবার রাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের রাফিন সরদার ও ত্রাণ মোল্লা।

এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল সোমবার  রাতে মোল্লাহাট থানার এসআই মোঃ শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামী করে মামলা দায়ের করেন।  

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুলিশের ওপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামী করে মামলা দায়ের করা হয়। ঘটনার সাথে জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্য আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মিছিলের প্রস্তুতি কালে হেফাজত কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতের আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি তালেবান কর্মীরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত