প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।
অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।
অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের পর জামায়াতে ইসলামীর এক নেতার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..
১ সেকেন্ড আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। সর্বশেষ মৃত ব্যক্তির নাম আলামিন (৪০)। তিনি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের বাসিন্দা।
৩২ মিনিট আগেলক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেশুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোবার ঘরে তার প্রথম স্ত্রী সুমি খাতুন বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশু সন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা...
১ ঘণ্টা আগে