বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সাড়ে তিন মাসের বেশি সময় পার হলেও রহস্য উদ্ঘাটন হয়নি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
ভাটখালী বাজারের ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিচালক মো. নাইম রাকিব বলেন, ‘গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ভাটখালী বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় দুবার মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ তিনি আরও বলেন, ঘটনার পরদিন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও মোরেলগঞ্জ থানার তৎকালীন ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আউটলেটের সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয় পুলিশকে। কিন্তু এরপর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও এখনো কোনো কিছুই হয়নি।
বাজারের মুরগি ব্যবসায়ী মো. মেহেদী হাসান বলেন, ‘বাজারে ২০০-এর মতো ব্যবসায়ী রয়েছেন। বেশির ভাগ ব্যবসায়ী ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে লেনদেন করি। পাশাপাশি সেখানে সিন্দুক থাকায় কিছু টাকা ও মূল্যবান জিনিসপত্রও রাখতাম। সিসি ক্যামেরা থাকার পরেও এত বড় ঘটনা ঘটল, কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।’
এ বিষয়ে ভাটখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তালুকদার ফারুক হোসেন বলেন, পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছিল যে ডাকাতির ঘটনা উদ্ঘাটিত হবে। কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় এজেন্ট আউটলেটের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সাড়ে তিন মাসের বেশি সময় পার হলেও রহস্য উদ্ঘাটন হয়নি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
ভাটখালী বাজারের ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিচালক মো. নাইম রাকিব বলেন, ‘গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ভাটখালী বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় দুবার মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ তিনি আরও বলেন, ঘটনার পরদিন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও মোরেলগঞ্জ থানার তৎকালীন ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আউটলেটের সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয় পুলিশকে। কিন্তু এরপর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও এখনো কোনো কিছুই হয়নি।
বাজারের মুরগি ব্যবসায়ী মো. মেহেদী হাসান বলেন, ‘বাজারে ২০০-এর মতো ব্যবসায়ী রয়েছেন। বেশির ভাগ ব্যবসায়ী ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে লেনদেন করি। পাশাপাশি সেখানে সিন্দুক থাকায় কিছু টাকা ও মূল্যবান জিনিসপত্রও রাখতাম। সিসি ক্যামেরা থাকার পরেও এত বড় ঘটনা ঘটল, কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।’
এ বিষয়ে ভাটখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তালুকদার ফারুক হোসেন বলেন, পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছিল যে ডাকাতির ঘটনা উদ্ঘাটিত হবে। কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় এজেন্ট আউটলেটের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
২২ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
৪১ মিনিট আগে