নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টাকে অনুমতি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর– বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।
এ বিষয়ে মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চীনের টিকা উৎপাদনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।
এর আগে আজ রোববার দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের টিকা তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই যার উৎপাদন শুরু হবে। তবে এ বিষয়ে অধিদপ্তর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে।
এর আগে গত ২৯ এপ্রিল জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন দেয় সরকার। এর পরপরই গত বৃহস্পতিবার দেশটি থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চিঠি দেওয়া হয়েছে। তবে সেই টিকা চলতি বছর পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
টিকা আমদানি ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি টিকা কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা দেশীয় কোনো ফার্মাসিটিক্যালের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা যাবে। এসব কিছু হবে জি টু জি ভিত্তিতে। এর মধ্যে দেশে বেসরকারি তিনটি কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে– ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ার। এর মধ্যে প্রাথমিকভাবে ইনসেপ্টাকে পছন্দের তালিকায় রাখার কথা সম্প্রতি জানিয়েছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
ঢাকা: চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টাকে অনুমতি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর– বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।
এ বিষয়ে মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চীনের টিকা উৎপাদনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।
এর আগে আজ রোববার দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের টিকা তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই যার উৎপাদন শুরু হবে। তবে এ বিষয়ে অধিদপ্তর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে।
এর আগে গত ২৯ এপ্রিল জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন দেয় সরকার। এর পরপরই গত বৃহস্পতিবার দেশটি থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চিঠি দেওয়া হয়েছে। তবে সেই টিকা চলতি বছর পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
টিকা আমদানি ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি টিকা কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা দেশীয় কোনো ফার্মাসিটিক্যালের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা যাবে। এসব কিছু হবে জি টু জি ভিত্তিতে। এর মধ্যে দেশে বেসরকারি তিনটি কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে– ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ার। এর মধ্যে প্রাথমিকভাবে ইনসেপ্টাকে পছন্দের তালিকায় রাখার কথা সম্প্রতি জানিয়েছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
২৬ মিনিট আগেযশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
২ ঘণ্টা আগে