Ajker Patrika

সহিংসতা ঠেকাতে সারাদেশে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
সহিংসতা ঠেকাতে সারাদেশে বাড়তি নিরাপত্তা

চলমান হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা একাধিক মামলায় গ্রেপ্তার আতঙ্কে আছেন দলটির শীর্ষ নেতাকর্মীরা। এরই মধ্যে একাধিক নেতা গ্রেপ্তার হওয়ায় নানাভাবে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন হেফাজত নেতাকর্মীরা। গত কয়েক শুক্রবার দেশের বেশ কয়েক স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে তারা। পুলিশ আশঙ্কা করছে, আগামিকাল শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পরে আবারও সহিংসতার ঘটনা ঘটতে পারে। তবে এবার কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে পুলিশ।

পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সকল রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের শান্ত পরিবেশ কেউ অশান্ত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করতে হবে। তাছাড়া নিজেদের থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে।

সর্বশেষ সুনামগঞ্জের ছাতক থানায় ইটপাটকেল নিক্ষেপ ও উপজেলা শহরের বাজারে ভাঙচুর চালিয়েছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ জেলা যেখানে হেফাজত সদস্যের আনাগোনা বেশি সেখানকার পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা, জেলা পরিষদ কার্যালয়ে আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এরই মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলার সব থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ১২টি থানা ও এসএমপির ছয়টি থানায় বিশেষ নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি (মেশিনগান বা এলএমজি পোস্ট)।

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ আজকের পত্রিকাকে বলে, সম্প্রতি হেফাজত নানাভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা করছে। তাদের হামলা থেকে নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের ছয়টি থানা, ফাঁড়ি এবং তদন্তকেন্দ্রে বিশেষ ধরনের প্রতিরোধব্যবস্থা স্থাপন করা হয়েছে।

চট্রগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানান, হাটহাজারীসহ বিভিন্নস্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তারপরও কেউ বা কোন মহল যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা আছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, আইজিপিসহ পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। এসপি ও থানার ওসিদের বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। থানাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত