Ajker Patrika

১১ নাগরিকের বিবৃতি উস্কানিমূলক: হেফাজত

নিজস্ব প্রতিবেদক
১১ নাগরিকের বিবৃতি উস্কানিমূলক: হেফাজত

সম্প্রতি হেফাজতে ইসলামের বিরুদ্ধে ১১ জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন। এ বিবৃতিকে অমানবিক এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ বুধবার হেফাজতে ইসলামের এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উস্কানিমূলক ও গণবিরোধী বলে মনে করছি। পুলিশ বিনা উস্কানিতে হেফাজতের কর্মীদের গুলি করে হত্যা করেছে। অথচ এ হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে আপনারা তথাকথিত ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।

মাওলানা আজিজুল হক আরো বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ সম্প্রতি কারান্তরীণ অবস্থায় মারা যাওয়ার পর আপনাদের কোনও বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেলেও আপনাদের টু শব্দও শোনা যায় না। জনগণের কোনও ইস্যুতেই আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় না। তাহলে আপনারা কোন মুখে নিজেদের ‘বিশিষ্ট নাগরিক’ দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত