Ajker Patrika

বাড়িওয়ালার সঙ্গে তর্কাতর্কির পর যুবকের বিষপানে আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৯ জুন ২০২২, ১৯: ৫৮
বাড়িওয়ালার সঙ্গে তর্কাতর্কির পর যুবকের বিষপানে আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বিষপানে পাভেল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। স্বজনদের অভিযোগ, বাড়িওয়ালার মারধরের কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

আজ রোববার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাভেল। গতকাল শনিবার দিবাগত রাতে রায়েরবাগের ভাড়া বাসায় তিনি বিষপান করেন। 

পাভেলের বাবা আফতাব উদ্দিন বলেন, তাঁদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া গ্রামে। বর্তমানে রায়েরবাগ দোতলা মসজিদের পেছনে জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকতেন। 

আফতাব উদ্দিন আরও বলেন, ‘পাভেলের স্ত্রী শাহেলা আক্তার ছয় মাস আগে মারা যান। তাঁদের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে, নাম মোরসালিন। আমাদের কাছেই থাকত মোরসালিন। গত বৃহস্পতিবার সকালে মোরসালিনের মামা রাসেল ও মামি শেফালী কাউকে না জানিয়ে তাকে মুন্সিগঞ্জ তাঁদের বাড়িতে নিয়ে যান। বাসায় কেউ না থাকায় বাড়িওয়ালা জাহাঙ্গীরকে বলে মোরসালিনকে নিয়ে যান তাঁরা। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে পাভেলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর দুই ছেলে সজল, সাজ্জাদ ও ভাগনে সৌম্য পাভেলকে মারধর করেন। সেদিন রাতেই যাত্রাবাড়ী থানায় অভিযোগ দেন পাভেল।’ 

আফতাব উদ্দিন অভিযোগ করে বলেন, ‘বাড়িওয়ালা জাহাঙ্গীরের মারধরের বিচার না পাওয়ায় পাভেল গত রাতে বাসায় বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত