Ajker Patrika

গাঁজা পাচারকালে আটক ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
গাঁজা পাচারকালে আটক ৪

চট্টগ্রামে ও হবিগঞ্জ গাঁজা পাচারকালে ৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৯ এবং চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁও কাঁচা রাস্তার মোড় থেকে ৫ কেজি গাঁজাসহ অপর ৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে র‍্যাব-৯। এ সময় মো. তরিকুল ইসলাম সাগর (২৪) নামের একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাগর বাগেরহাটের ফটিকহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে। 

র‍্যাব-৯ সিপিসি-১ এর কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শায়েস্তাগঞ্জ থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে। 

এ দিকে চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁও কাঁচা রাস্তার মোড় থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। সোমবার রাত ১২টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কামরুল হাসান (২৮), হুমায়ুন আহমদ (২০) ও সালেহ আহমেদ (২৬)। 

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, এই ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত