নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মোদি জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তার। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।
মোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যগ্রহ আন্দোলন করতে গিয়ে জেলে যাওয়ার মতো পরিস্থিতি আমার জন্য তৈরি হয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে মুজিব কোট পড়ে জাতীয় প্যারেড স্কয়ারে প্রবেশ করেন মোদি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সেনাদের অবদানের কথা স্মরণ করে মোদি বলেন, এই মহান জাতির যে সব সেনারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা কখনো ভুলবো না। পাশাপাশি যে সব ভারতীয় সেনারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন; তাঁদের আত্মত্যাগও আমরা কখনো ভুলবো না।
নরেন্দ্র মোদি আরও বলেন, বাংলাদেশ এবং ভারতের গণতন্ত্র নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে । উভয় দেশরই একসঙ্গে চলা এই অঞ্চলের অগ্রগতির জন্য প্রয়োজন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদিনের সফরে আজ শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার এই সফরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মোদি জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তার। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।
মোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যগ্রহ আন্দোলন করতে গিয়ে জেলে যাওয়ার মতো পরিস্থিতি আমার জন্য তৈরি হয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে মুজিব কোট পড়ে জাতীয় প্যারেড স্কয়ারে প্রবেশ করেন মোদি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সেনাদের অবদানের কথা স্মরণ করে মোদি বলেন, এই মহান জাতির যে সব সেনারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা কখনো ভুলবো না। পাশাপাশি যে সব ভারতীয় সেনারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন; তাঁদের আত্মত্যাগও আমরা কখনো ভুলবো না।
নরেন্দ্র মোদি আরও বলেন, বাংলাদেশ এবং ভারতের গণতন্ত্র নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে । উভয় দেশরই একসঙ্গে চলা এই অঞ্চলের অগ্রগতির জন্য প্রয়োজন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদিনের সফরে আজ শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার এই সফরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সদর থানা-পুলিশ।
৩ মিনিট আগেউপদেষ্টা জানান, শিল্পদূষণের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে এবং ঢাকার আশপাশের নদীদূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পলিথিনবিরোধী প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। বায়ুদূষণের কারণে সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।
৬ মিনিট আগেহাওর এবং চরাঞ্চলের দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা থাকতে চান না এবং তাঁরা শহরে আসতে চান—এটাকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, শিক্ষকদের বদলির তদবিরগুলো ওপর থেকে আসে।
৮ মিনিট আগেমাদক চক্রে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তাই চার মাস আগে চট্টগ্রাম জেলায় মাদক উদ্ধারে সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
১৭ মিনিট আগে