Ajker Patrika

সোমবার থেকে বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক
সোমবার থেকে বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ

ঢাকা : আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজের টিকাদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এরই মধ্যে এ বিষয়ে আওতাধীন সব সংশ্লিষ্ট কেন্দ্রসমূহকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. সামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, এবছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। গতকাল শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত