নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।
এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।
ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।
এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে