Ajker Patrika

আমি নিরাপদে আছি, গুজবে বিভ্রান্ত হবেন না : ফেসবুকে মামুনুল

আমি নিরাপদে আছি, গুজবে বিভ্রান্ত হবেন না : ফেসবুকে মামুনুল

নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !!’

অপর একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া ! তবে কোনো ধরণের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না !! ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আজ শনিবার এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে অবরুদ্ধ করে রাখা হয়। মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিলে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান হেফাজতের ইসলামের কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত