Ajker Patrika

চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

ঢাকা: শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে এবার রমজান মাস ৩০দিনে পূর্ণ হবে। সে হিসেবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (১৪ মে)।

আজ বুধবার রাতে বায়তুল মোকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত