Ajker Patrika

হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ক্ষতির পরিমান ৫ কোটি টাকা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ক্ষতির পরিমান ৫ কোটি টাকা

হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। আজ রোববার দুপুর ১টায় জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে চলতি বছরের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাঁরা জেলা পরিষদ কার্যালয়, ডাকবাংলোসহ সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম বলেন, গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় ৪০০-৫০০ মাদ্রাসাছাত্র ও দুষ্কৃতিকারী শহরের কাউতলি এলাকায় অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোর প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ভবনের দ্বিতীয় তলায় এসে বিভিন্ন কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। গ্যারেজে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও কার্যালয়ের নিচতলায় আগুন জ্বালিয়ে দেয়।

দুষ্কৃতিকারীরা ভবনের আঙিনায় থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি আংশিক ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান। 

এ সময় ডাকবাংলোতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দারোয়ান কাম কেয়ারটেকার অবস্থান করছিলেন। তাঁরা কোনোরকমে আত্মরক্ষা করে। এছাড়া বাংলোর তৃতীয় তলার উন্নয়ন কাজে নিয়োজিত একজন শ্রমিক লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্ত জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো মেরামতে ২ কোটি ৮ লাখ ২০ হাজার টাকার প্রয়োজন হবে। আর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ কোটি টাকা হবে। 

যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান চেয়ারম্যান শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মেহের নিগার ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত