নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।
ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১ ঘণ্টা আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে