Ajker Patrika

বাড়ি

আকমল হোসেন নিপু
বাড়ি

বাড়ি যাচ্ছ, যাও, কিছুদিন
পাখিদের সাথে থাকো, থাকো ঘাসেদের
কাছে, অচেনা ঘাসফড়িং কত দিন
পায়নি তোমাকে, মস্ত আকাশ তুমিও তো
পাওনি, দেখোনি বৃষ্টির ঘোর, কে জানে 
বাড়ি ফেরা কতটা সহজ

কত করে বলেছি, আমার সামান্য
চাওয়া, কেউ শোনেনি, রঙিন মেঘের ঝাঁক
ছাইকালো হয়ে ওড়ে, আমার তো কিছুই 
হয় না ছোঁয়া, কেবলই হারাই

বাড়ি যাচ্ছ, যাও, দেখো 
কিছু খুঁজে পাও কি না, মাটির উঠান
গরম দুধের সর, ঝোপঝাড়ে টুনটুনিটাকে
আমার তো ফেরা হয় না আর
বাড়ি বলে কিছু আছে কি না, কে জানে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত