মোস্তফা সরয়ার ফারুকী
একটি কবিতা
একটি কবিতা
আশেপাশে ঘুরছে, হাঁটছে
মাঝেমধ্যে গুণগুণ করছে!
নিজে থেকে গিয়ে আলাপ করলে
কেমন দেখায় এই ভেবে
চুপই রইলাম!
কারণ পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে জেনেছি
কাছে গেলে কবিতারা দুর্বোধ্য হয়ে যায়!
আপনি চলে যাওয়ার পর, আম্মা
আপনি চলে যাওয়ার পর, আম্মা
এই পর্যন্ত লিখে ভাবলাম
আপনাকে তুমি করে লিখতে পারলে আরাম হতো
কিন্তু আমরা তো আপনাকে কোনোদিনই
তুমি বলে ডাকি নাই!
আপনি চলে যাওয়ার পর, আম্মা
আকাশে মেঘ দেখলে—
আপনার কবরের কথা মনে পড়ে
আম্মা গায়ে বৃষ্টি লাগাতে পারতেন না
আম্মার হাঁপানি ছিল।
তোমার জন্য ইলহাম
কোনো অভিজ্ঞতা ছাড়াই
তোমাকে বরণ করার জন্য তৈরি হয়েছি, ইলহাম!
ঢাল নাই, তলোয়ার নাই
এমনকি তৈরি নাই
দুইটা হাতও
তুমি আসবে শুনে ভিটামিন খেয়ে
হাতের স্বাস্থ্য বাড়াতে চেষ্টা করেছি
যেন তোমার তুলতুলে শরীরে
ব্যথা না দেয় বাবার হাড়কাঠি হাত!
অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে
থরোথরো বুকে তোমার দিকে হাত বাড়িয়ে
দেখি আমার শীর্ণ দুই হাত
জগতের সকল ভিটামিনের দিকে তাকিয়ে
পরিহাসের হাসি হাসছে
সেই তুমি যে আজকে বাবার কোলে
নিশ্চিন্তে ঘুমিয়ে কাটালে
দেড় ঘণ্টা
সেটা কি বাবা হিসেবে আমাকে দেয়া তোমার গ্রেস মার্ক, মা?
একটি কবিতা
একটি কবিতা
আশেপাশে ঘুরছে, হাঁটছে
মাঝেমধ্যে গুণগুণ করছে!
নিজে থেকে গিয়ে আলাপ করলে
কেমন দেখায় এই ভেবে
চুপই রইলাম!
কারণ পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে জেনেছি
কাছে গেলে কবিতারা দুর্বোধ্য হয়ে যায়!
আপনি চলে যাওয়ার পর, আম্মা
আপনি চলে যাওয়ার পর, আম্মা
এই পর্যন্ত লিখে ভাবলাম
আপনাকে তুমি করে লিখতে পারলে আরাম হতো
কিন্তু আমরা তো আপনাকে কোনোদিনই
তুমি বলে ডাকি নাই!
আপনি চলে যাওয়ার পর, আম্মা
আকাশে মেঘ দেখলে—
আপনার কবরের কথা মনে পড়ে
আম্মা গায়ে বৃষ্টি লাগাতে পারতেন না
আম্মার হাঁপানি ছিল।
তোমার জন্য ইলহাম
কোনো অভিজ্ঞতা ছাড়াই
তোমাকে বরণ করার জন্য তৈরি হয়েছি, ইলহাম!
ঢাল নাই, তলোয়ার নাই
এমনকি তৈরি নাই
দুইটা হাতও
তুমি আসবে শুনে ভিটামিন খেয়ে
হাতের স্বাস্থ্য বাড়াতে চেষ্টা করেছি
যেন তোমার তুলতুলে শরীরে
ব্যথা না দেয় বাবার হাড়কাঠি হাত!
অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে
থরোথরো বুকে তোমার দিকে হাত বাড়িয়ে
দেখি আমার শীর্ণ দুই হাত
জগতের সকল ভিটামিনের দিকে তাকিয়ে
পরিহাসের হাসি হাসছে
সেই তুমি যে আজকে বাবার কোলে
নিশ্চিন্তে ঘুমিয়ে কাটালে
দেড় ঘণ্টা
সেটা কি বাবা হিসেবে আমাকে দেয়া তোমার গ্রেস মার্ক, মা?
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
৩ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৬ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
১০ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১৩ দিন আগে