সাদাত হোসাইন
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
শিউলী ফুল, অথচ গন্ধ ছড়াবে রাফ্লেশিয়া
অলকানন্দা নামের যে নদী, সেও শুকিয়ে যাবে
আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা!
আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে
স্মৃতির সৌধ। জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ
আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা
কিংবা দিগন্তরেখার মতো। দূর থেকে দূরে। আরও দূরে।
আমাদের আর কখনোই দেখা হবে না। কথা হবে না।
প্রাচীন রোম, গ্রিস, মেসোপটেমিয়া
কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন,
সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে
সময়ের অমোঘ আলখাল্লা
বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো
নেমে আসতে থাকবে অন্ধকার।
আমাদের দগদগে বেদনার ক্ষত
হয়ে উঠতে থাকবে ক্রম ক্ষয়িষ্ণু দাগ।
আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া
প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি, নির্বাক।
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
পুরোনো আতরের ঘ্রাণ, টুকরো হৃদয়, অনন্ত বিচ্ছেদ
আর ক্রমশই জেগে উঠতে থাকবে
অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর!
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
শিউলী ফুল, অথচ গন্ধ ছড়াবে রাফ্লেশিয়া
অলকানন্দা নামের যে নদী, সেও শুকিয়ে যাবে
আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা!
আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে
স্মৃতির সৌধ। জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ
আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা
কিংবা দিগন্তরেখার মতো। দূর থেকে দূরে। আরও দূরে।
আমাদের আর কখনোই দেখা হবে না। কথা হবে না।
প্রাচীন রোম, গ্রিস, মেসোপটেমিয়া
কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন,
সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে
সময়ের অমোঘ আলখাল্লা
বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো
নেমে আসতে থাকবে অন্ধকার।
আমাদের দগদগে বেদনার ক্ষত
হয়ে উঠতে থাকবে ক্রম ক্ষয়িষ্ণু দাগ।
আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া
প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি, নির্বাক।
আমাদের আর কখনো দেখা হবে না
যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে
পুরোনো আতরের ঘ্রাণ, টুকরো হৃদয়, অনন্ত বিচ্ছেদ
আর ক্রমশই জেগে উঠতে থাকবে
অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর!
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
৩ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৬ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
১০ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১৩ দিন আগে