অনলাইন ডেস্ক
আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।
প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’
এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।
প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’
এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
১ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৫ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
৯ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১১ দিন আগে