বিক্ষোভে বর্তমানে শ্রীলঙ্কা টালমাটাল। বিক্ষোভকারীরা এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভের মুখে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আগুন লেগেছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও, সরে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চরমে পৌঁছেছে। শ্রীলঙ্কার এই টালমাটাল পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই। এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কায় বিক্ষোভের শুরু থেকে সংকটের চূড়ান্ত রূপ নেওয়ার ক্রম:
৩১ মার্চ, ২০২২: অর্থনৈতিক অবস্থা সঙিন হতে থাকায় রাজাপক্ষেদের ব্যক্তিগত বাসভবন অভিমুখে পদযাত্রা করে বিক্ষোভকারীরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনও করে তারা।
৩ এপ্রিল: মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করে দেন রাজাপক্ষে। ওই মন্ত্রিসভায় গোতাবায়ার ছোট ভাই বাসিল রাজাপক্ষেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন বাসিল। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হলেও প্রধানমন্ত্রী পদ আঁকড়ে ছিলেন মাহিন্দা রাজাপক্ষে।
৯ এপ্রিল: বিক্ষোভ ধীরে ধীরে চরম আকার নিতে থাকে। সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা এ সময় থেকে অবস্থান নিতে শুরু করে। তারা দাবি তোলে রাজনৈতিক সংস্কার আনার। সেই সঙ্গে ছিল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও।
৯ মে: সরকার সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ধীরে ধীরে এই সংঘাত রাজধানী থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। সারা দেশে হওয়া সহিংসতায় ৯ জনের মৃত্যু হয়, আহত হয় তিন শতাধিক মানুষ।
৯ জুলাই: ফের বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভে ফেটে পড়ে তারা। একপর্যায়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করে তারা। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা নিরস্ত হয়নি। তারা সেখানে ভাঙচুর চালায়। প্রেসিডেন্ট গোতাবায়া অবশেষে দেশটির পার্লামেন্টের স্পিকারকে জানান, তিনি ১৩ জুলাই ক্ষমতা থেকে সরে যাবেন। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল বিক্রমাসিংহেও।
তথ্যসূত্র: রয়টার্স
বিক্ষোভে বর্তমানে শ্রীলঙ্কা টালমাটাল। বিক্ষোভকারীরা এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভের মুখে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আগুন লেগেছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও, সরে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চরমে পৌঁছেছে। শ্রীলঙ্কার এই টালমাটাল পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই। এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কায় বিক্ষোভের শুরু থেকে সংকটের চূড়ান্ত রূপ নেওয়ার ক্রম:
৩১ মার্চ, ২০২২: অর্থনৈতিক অবস্থা সঙিন হতে থাকায় রাজাপক্ষেদের ব্যক্তিগত বাসভবন অভিমুখে পদযাত্রা করে বিক্ষোভকারীরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনও করে তারা।
৩ এপ্রিল: মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করে দেন রাজাপক্ষে। ওই মন্ত্রিসভায় গোতাবায়ার ছোট ভাই বাসিল রাজাপক্ষেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন বাসিল। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হলেও প্রধানমন্ত্রী পদ আঁকড়ে ছিলেন মাহিন্দা রাজাপক্ষে।
৯ এপ্রিল: বিক্ষোভ ধীরে ধীরে চরম আকার নিতে থাকে। সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা এ সময় থেকে অবস্থান নিতে শুরু করে। তারা দাবি তোলে রাজনৈতিক সংস্কার আনার। সেই সঙ্গে ছিল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও।
৯ মে: সরকার সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ধীরে ধীরে এই সংঘাত রাজধানী থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। সারা দেশে হওয়া সহিংসতায় ৯ জনের মৃত্যু হয়, আহত হয় তিন শতাধিক মানুষ।
৯ জুলাই: ফের বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভে ফেটে পড়ে তারা। একপর্যায়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করে তারা। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা নিরস্ত হয়নি। তারা সেখানে ভাঙচুর চালায়। প্রেসিডেন্ট গোতাবায়া অবশেষে দেশটির পার্লামেন্টের স্পিকারকে জানান, তিনি ১৩ জুলাই ক্ষমতা থেকে সরে যাবেন। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল বিক্রমাসিংহেও।
তথ্যসূত্র: রয়টার্স
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এ নিয়ে আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বিরল বৈঠক হয়েছে। গতকাল সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হয়েছে। এই আলোচনায় মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইউক্রেনের
১ ঘণ্টা আগে২০১৩-১৪ সালে ইউক্রেনে ব্যাপক গণবিক্ষোভ শুরু হলে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন। এই রাজনৈতিক অস্থিরতার সুযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো রাষ্ট্রীয় প্রতীকবিহীন সশস্ত্র সৈন্য পাঠিয়ে ক্রিমিয়া দখল করে নেন। পরে পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য একটি
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আগামী বছর এক ইতিহাস গড়তে যাচ্ছে এসব ডেটা সেন্টার। ২০২৬ সালে প্রথমবারের মতো আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের তুলনায় বেশি বিদ্যুৎ ব্যবহার করবে এআইয়ের এসব ডেটা সেন্টার।
২ দিন আগেইসরায়েল সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করবে। এমনও হতে পারে, হয়তো চলতি আগস্টের শেষেই এই যুদ্ধ শুরু করতে পারে তেল আবিব। ইরানও এমন আক্রমণের আশঙ্কা থেকে প্রস্তুতি নিচ্ছে। প্রথম যুদ্ধে সংঘাত দীর্ঘস্থায়ী হবে ধরে নিয়ে ইরান দীর্ঘমেয়াদি কৌশল নিয়েছিল...
২ দিন আগে