সম্পাদকীয়
ইলা মিত্রকে শামসুর রাহমান প্রথম দেখেন কলকাতার এক অতিসাধারণ আটপৌরে ফ্ল্যাটে। রমেন মিত্র আর তিনি থাকতেন সেখানে। পাশেই থাকতেন লেখক, সাংবাদিক রণেশ দাশগুপ্ত—লেনিন স্কুলের এক কোণে ছোট্ট একটি ঘরে। সে ঘরটিকে দেখে শামসুর রাহমানের মনে হয়েছিল, এ বুঝি দস্তয়েভ্স্কির ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে’র নায়কের ভূগর্ভস্থ হতশ্রী সংকীর্ণ কামরা। রণেশ দাশগুপ্তকে শামসুর রাহমান বললেন, ‘ইলা মিত্রের সঙ্গে দেখা করতে চাই।’
খুশিমনে তাঁকে সে বাড়িতে নিয়ে গেলেন রণেশ দাশগুপ্ত। কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রকে দেখে শিহরিত হলেন শামসুর রাহমান। নাচোলের সাঁওতাল কৃষকদের ‘রাণীমাতা’র সংগ্রামী জীবন ভেসে উঠল কবির চোখে।
এরপর আরও কয়েকবার দেখা হয়েছে ইলা মিত্রের সঙ্গে। তাঁকে নিয়ে লেখালেখির ইচ্ছেও হয়েছে। তাঁর মনে পড়েছে, বহু বছর আগে প্রগতিশীল সংগ্রামী কবি গোলাম কুদ্দুস ইলা মিত্রকে নিয়ে একটি সুদীর্ঘ কবিতা লিখেছিলেন। সেখানে গোলাম কুদ্দুস ইলা মিত্রকে ‘স্তালিন নন্দিনী’ ফ্যাসিস্ট কারাগারে নিহত ‘ফুচিকের বোন’ বলে সম্বোধন করেছিলেন। মুর্তজা বশীর ইলা মিত্রকে বিষয়বস্তু করে একটি তেলচিত্র আঁকেন, তার অনুপ্রেরণা ছিল শামসুর রাহমানের কবিতা ‘তাঁর শয্যার পাশে’। ইলা মিত্রকে নিয়ে আলাউদ্দিন আল আজাদ যে গল্পটি লেখেন, তার নাম ছিল ‘কয়েকটি কমলালেবু’। গল্প লিখেছিলেন দীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দৈনিক সংবাদে পাকিস্তানি বাহিনীর আক্রমণে নিহত শহীদ সাবের ইলামিত্রকে নিয়ে লিখেছিলেন দীর্ঘ কবিতা। কিন্তু সে কবিতাটি কোথাও পাওয়া যায়নি।
শামসুর রাহমান কি ইলা মিত্রকে নিয়ে কবিতা লিখেছিলেন? তিনি বলছেন, ‘আমি আজ অবধি ইলা মিত্রকে নিয়ে কোনো কবিতা লিখিনি। যদি বেঁচে থাকি হয়তো একদিন কবিতায় তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। সম্ভবত সেই কবিতা হঠাৎ তিন-চার দিনের মধ্যে রচিত হতে পারে কিংবা তিন-চার মাস পরেও হতে পারে। কবিতার জন্মের কোনো নিশ্চয়তা নেই।’
সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ২৪০-২৪৪
ইলা মিত্রকে শামসুর রাহমান প্রথম দেখেন কলকাতার এক অতিসাধারণ আটপৌরে ফ্ল্যাটে। রমেন মিত্র আর তিনি থাকতেন সেখানে। পাশেই থাকতেন লেখক, সাংবাদিক রণেশ দাশগুপ্ত—লেনিন স্কুলের এক কোণে ছোট্ট একটি ঘরে। সে ঘরটিকে দেখে শামসুর রাহমানের মনে হয়েছিল, এ বুঝি দস্তয়েভ্স্কির ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে’র নায়কের ভূগর্ভস্থ হতশ্রী সংকীর্ণ কামরা। রণেশ দাশগুপ্তকে শামসুর রাহমান বললেন, ‘ইলা মিত্রের সঙ্গে দেখা করতে চাই।’
খুশিমনে তাঁকে সে বাড়িতে নিয়ে গেলেন রণেশ দাশগুপ্ত। কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রকে দেখে শিহরিত হলেন শামসুর রাহমান। নাচোলের সাঁওতাল কৃষকদের ‘রাণীমাতা’র সংগ্রামী জীবন ভেসে উঠল কবির চোখে।
এরপর আরও কয়েকবার দেখা হয়েছে ইলা মিত্রের সঙ্গে। তাঁকে নিয়ে লেখালেখির ইচ্ছেও হয়েছে। তাঁর মনে পড়েছে, বহু বছর আগে প্রগতিশীল সংগ্রামী কবি গোলাম কুদ্দুস ইলা মিত্রকে নিয়ে একটি সুদীর্ঘ কবিতা লিখেছিলেন। সেখানে গোলাম কুদ্দুস ইলা মিত্রকে ‘স্তালিন নন্দিনী’ ফ্যাসিস্ট কারাগারে নিহত ‘ফুচিকের বোন’ বলে সম্বোধন করেছিলেন। মুর্তজা বশীর ইলা মিত্রকে বিষয়বস্তু করে একটি তেলচিত্র আঁকেন, তার অনুপ্রেরণা ছিল শামসুর রাহমানের কবিতা ‘তাঁর শয্যার পাশে’। ইলা মিত্রকে নিয়ে আলাউদ্দিন আল আজাদ যে গল্পটি লেখেন, তার নাম ছিল ‘কয়েকটি কমলালেবু’। গল্প লিখেছিলেন দীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দৈনিক সংবাদে পাকিস্তানি বাহিনীর আক্রমণে নিহত শহীদ সাবের ইলামিত্রকে নিয়ে লিখেছিলেন দীর্ঘ কবিতা। কিন্তু সে কবিতাটি কোথাও পাওয়া যায়নি।
শামসুর রাহমান কি ইলা মিত্রকে নিয়ে কবিতা লিখেছিলেন? তিনি বলছেন, ‘আমি আজ অবধি ইলা মিত্রকে নিয়ে কোনো কবিতা লিখিনি। যদি বেঁচে থাকি হয়তো একদিন কবিতায় তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। সম্ভবত সেই কবিতা হঠাৎ তিন-চার দিনের মধ্যে রচিত হতে পারে কিংবা তিন-চার মাস পরেও হতে পারে। কবিতার জন্মের কোনো নিশ্চয়তা নেই।’
সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ২৪০-২৪৪
বিশ্বখ্যাত ইংরেজি ভাষার অভিধান কেমব্রিজ ডিকশনারিতে এ বছর যুক্ত হয়েছে ৬ হাজারের বেশি নতুন শব্দ। যার বেশির ভাগই জেন-জি’দের। এসব শব্দের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত স্ল্যাং বা অমার্জিত শব্দ যেমন ‘স্কিবিডি’, ‘ট্র্যাডওয়াইফ’, ‘ব্রোলিগার্কি’ এবং ‘ডেলুলু’ রয়েছে।
১৫ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
৪ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৫ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৭ দিন আগে