চিলি নিবাসী পাবলো নেরুদা, যিনি আমাদের সময়ের এক অনন্য কবি, এই মঞ্চে দাঁড়িয়ে তাঁর শব্দমায়ায় শ্রোতাদের প্রণোদিত করে গেছেন ১১ বছর আগে। সেই থেকে ইউরোপের মানুষ আরও বেশি করে শিহরিত হচ্ছে লাতিন আমেরিকার অলৌকিক স্পন্দনে।...
একবার এক অসমসাহসী প্রেসিডেন্ট জ্বলন্ত প্রাসাদে আটকে পড়েও একা বিপক্ষ সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যান, যতক্ষণ তাঁর প্রাণ ছিল।
দুটি রহস্যময় বিমান দুর্ঘটনা আমাদের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ, যার কূলকিনারা করা আজও সম্ভব হয়নি। ওই দুর্ঘটনায় মারা যান এক মহাপ্রাণ প্রেসিডেন্ট এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করা এক সেনাও। এরপর পাঁচ-পাঁচটি যুদ্ধ, ১৭টি সামরিক অভ্যুত্থানের পর উঠে আসে এক নিষ্ঠুর, নির্দয় স্বৈরতন্ত্রী,যে প্রথমবারের মতো আমাদের মধ্যে ছড়িয়ে দেয় জাতিদাঙ্গা ও গণহত্যার বীজ। ২০ লাখ শিশুর মৃত্যু ঘটে। আর্জেন্টিনার কারাগারে বলপূর্বক কয়েদ করা হয় গর্ভবতী নারীদের। সেখানে ভূমিষ্ঠ হয় সন্তানেরা। সামরিক শাসকের নির্দেশে তাদের পাঠানো হয় অনাথ আশ্রমে।
নির্যাতনের প্রকোপে স্রেফ মুছে যান দুই লাখ মানুষ। তাঁদের অপরাধ ছিল একটাই—তাঁরা সমাজ বদল করতে চেয়েছিলেন। এসবের জেরে লাতিন আমেরিকার তিনটি ছোট এবং বর্ণময় রাষ্ট্র—নিকারাগুয়া, এল সালভাদর ও গুয়েতেমালা থেকেই উদ্বাস্তু হতে হয়েছে লক্ষাধিক মানুষকে।
আতিথ্যের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে যে রাষ্ট্রের, সেই চিলি থেকে পালিয়ে গেছে ১০ লাখ মানুষ। দেশের মোট জনসংখ্যার যা প্রায় ১০ শতাংশ। মহাদেশের সবচেয়ে সভ্য দেশ হিসেবে যার খ্যাতি, সেই ২৫ লাখ মানুষের ছোট্ট দেশ উরুগুয়ে। সেখানেও প্রতি পাঁচ নাগরিকের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায় না। ১৯৭৯ সালের পর থেকে এল সালভাদরের গৃহযুদ্ধে উদ্বাস্তু হয়ে যাচ্ছে প্রতি কুড়ি মিনিটে একজন। লাতিন আমেরিকার এই বিপুলসংখ্যক নির্বাসিত ও উদ্বাস্তু জনগোষ্ঠীকে একত্র করলে তা হয়তো নরওয়ের জনসংখ্যার চেয়ে বেশিই হবে।
কলম্বীয় ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ১৯৮২ সালে নোবেল পুরস্কার পান।
চিলি নিবাসী পাবলো নেরুদা, যিনি আমাদের সময়ের এক অনন্য কবি, এই মঞ্চে দাঁড়িয়ে তাঁর শব্দমায়ায় শ্রোতাদের প্রণোদিত করে গেছেন ১১ বছর আগে। সেই থেকে ইউরোপের মানুষ আরও বেশি করে শিহরিত হচ্ছে লাতিন আমেরিকার অলৌকিক স্পন্দনে।...
একবার এক অসমসাহসী প্রেসিডেন্ট জ্বলন্ত প্রাসাদে আটকে পড়েও একা বিপক্ষ সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যান, যতক্ষণ তাঁর প্রাণ ছিল।
দুটি রহস্যময় বিমান দুর্ঘটনা আমাদের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ, যার কূলকিনারা করা আজও সম্ভব হয়নি। ওই দুর্ঘটনায় মারা যান এক মহাপ্রাণ প্রেসিডেন্ট এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করা এক সেনাও। এরপর পাঁচ-পাঁচটি যুদ্ধ, ১৭টি সামরিক অভ্যুত্থানের পর উঠে আসে এক নিষ্ঠুর, নির্দয় স্বৈরতন্ত্রী,যে প্রথমবারের মতো আমাদের মধ্যে ছড়িয়ে দেয় জাতিদাঙ্গা ও গণহত্যার বীজ। ২০ লাখ শিশুর মৃত্যু ঘটে। আর্জেন্টিনার কারাগারে বলপূর্বক কয়েদ করা হয় গর্ভবতী নারীদের। সেখানে ভূমিষ্ঠ হয় সন্তানেরা। সামরিক শাসকের নির্দেশে তাদের পাঠানো হয় অনাথ আশ্রমে।
নির্যাতনের প্রকোপে স্রেফ মুছে যান দুই লাখ মানুষ। তাঁদের অপরাধ ছিল একটাই—তাঁরা সমাজ বদল করতে চেয়েছিলেন। এসবের জেরে লাতিন আমেরিকার তিনটি ছোট এবং বর্ণময় রাষ্ট্র—নিকারাগুয়া, এল সালভাদর ও গুয়েতেমালা থেকেই উদ্বাস্তু হতে হয়েছে লক্ষাধিক মানুষকে।
আতিথ্যের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে যে রাষ্ট্রের, সেই চিলি থেকে পালিয়ে গেছে ১০ লাখ মানুষ। দেশের মোট জনসংখ্যার যা প্রায় ১০ শতাংশ। মহাদেশের সবচেয়ে সভ্য দেশ হিসেবে যার খ্যাতি, সেই ২৫ লাখ মানুষের ছোট্ট দেশ উরুগুয়ে। সেখানেও প্রতি পাঁচ নাগরিকের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায় না। ১৯৭৯ সালের পর থেকে এল সালভাদরের গৃহযুদ্ধে উদ্বাস্তু হয়ে যাচ্ছে প্রতি কুড়ি মিনিটে একজন। লাতিন আমেরিকার এই বিপুলসংখ্যক নির্বাসিত ও উদ্বাস্তু জনগোষ্ঠীকে একত্র করলে তা হয়তো নরওয়ের জনসংখ্যার চেয়ে বেশিই হবে।
কলম্বীয় ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ১৯৮২ সালে নোবেল পুরস্কার পান।
বোঝাই যাচ্ছে ছবিটি একটি নাপিতের দোকানের। এ-ও বুঝতে অসুবিধা হয় না যে এটি ব্রিটিশ আমলে তোলা একটি ছবি। কেননা, দোকানের নামটি স্পষ্ট করে ইংরেজিতে লেখা—‘হানিফ বারবার নম্বর ফিফটি নাইন, হেয়ারকাটার অল হেয়ারি থিংস হিয়ার গট’। আর দোকানটির তালাবদ্ধ প্রবেশদ্বারের পাশের দেয়ালে ঝুলছে কতক পরচুলা, যেগুলোর কোনোটির...
১ ঘণ্টা আগেআজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২ মে) বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন শাখার বন্ধুরা অংশ নেন।
১০ ঘণ্টা আগেকোকা-কোলার সঙ্গে ইসরায়েরের নানাভাবে সংযোগ থাকতে পারে। তবে এটি মূলত মার্কিন কোম্পানি, যার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত কোকা-কোলা এযাবৎ বহুবার বর্জনের মধ্য দিয়ে গেলেও এটি বিশ্বের অন্যতম বৃহৎ সফট ড্রিংকস কোম্পানি।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
৩ দিন আগে