সম্পাদকীয়
ভালো বই বলতে কী বোঝায়? কোন বইকে ভালো বই বলা হবে? নিশ্চয়ই যে বইয়ের সাহিত্যমূল্য আছে, সেটাই ভালো বই। কিংবা যে বইয়ের রয়েছে ঐতিহাসিক মূল্য, সে বইকেও ভালো বই বলা যায়। কিন্তু সত্যিই কি ভালো বই এ রকম সংজ্ঞা মেনে চলে?
সেই কবে থেকে শেক্সপিয়ার তাঁর হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়র, ওথেলো নিয়ে পৃথিবী কাঁপাচ্ছেন। এখনো দেদার বিক্রি হচ্ছে তাঁর নাটকগুলো। হোমারের ইলিয়াড আর ওডিসিও পড়ছে মানুষ গোগ্রাসে। একজুপেরির ছোট্ট রাজপুত্তুর এখনো সর্বাধিক বিক্রীত বইয়ের একটি। জীবনানন্দ দাশের কবিতার পাঠক আজও কমেনি।
কিন্তু সৈয়দ শামসুল হক ভালো বই সম্পর্কে এক অদ্ভুত কথা জানাচ্ছেন। কমলাপুরে কোনো এক ভোরে ট্রেন ধরতে গিয়ে তিনি পেলেন এই অদ্ভুত তথ্য। স্টেশনে পৌঁছেছিলেন নির্দিষ্ট সময়ের একটু আগেই। শোভনশ্রেণির প্রবেশপথের বাঁ হাতে পড়ে দুটো বইয়ের স্টল। সময় হাতে থাকায় একটি স্টলে দাঁড়িয়ে বই দেখছিলেন তিনি। বই দেখতে দেখতে দোকানিকে জিজ্ঞেস করলেন, ‘কী ধরনের বই বিক্রি হয় বেশি? লোকে কী ধরনের বই চায়?’
দোকানি বললেন, ‘সব ধরনের বইই তো চলে। তবে যে বই বেশি চলে, সে বই তো রাখি না।’
বেশি চলে, অথচ রাখেন না! ব্যাপার কী?
এই কৌতূহলের উত্তরও পেয়ে যান।
দোকানি বলেন, ‘খারাপ বই।’
খারাপ বই মানে পর্নোগ্রাফি। সৈয়দ হকের কৌতূহল বেড়ে যায়। তিনি প্রশ্ন করেন, ‘মানুষ এই খারাপ বই চায় কীভাবে?’
দোকানি উত্তর দেন, ‘এসে বলে, “ভালো বই” আছে? ভালো বই উচ্চারণ করলেই বোঝা যায়, খারাপ বই চাইছে।’
কৌতূহল মেটাতে পাশের বইয়ের স্টলে গেলেন সৈয়দ হক। তিনিও বললেন একই কথা, ‘লোকে এসে জিজ্ঞেস করে, ভালো বইটই আছে? তার মানে বুঝতে পারছেন না, কোন বই চায়?’
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৯০-৯১
ভালো বই বলতে কী বোঝায়? কোন বইকে ভালো বই বলা হবে? নিশ্চয়ই যে বইয়ের সাহিত্যমূল্য আছে, সেটাই ভালো বই। কিংবা যে বইয়ের রয়েছে ঐতিহাসিক মূল্য, সে বইকেও ভালো বই বলা যায়। কিন্তু সত্যিই কি ভালো বই এ রকম সংজ্ঞা মেনে চলে?
সেই কবে থেকে শেক্সপিয়ার তাঁর হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়র, ওথেলো নিয়ে পৃথিবী কাঁপাচ্ছেন। এখনো দেদার বিক্রি হচ্ছে তাঁর নাটকগুলো। হোমারের ইলিয়াড আর ওডিসিও পড়ছে মানুষ গোগ্রাসে। একজুপেরির ছোট্ট রাজপুত্তুর এখনো সর্বাধিক বিক্রীত বইয়ের একটি। জীবনানন্দ দাশের কবিতার পাঠক আজও কমেনি।
কিন্তু সৈয়দ শামসুল হক ভালো বই সম্পর্কে এক অদ্ভুত কথা জানাচ্ছেন। কমলাপুরে কোনো এক ভোরে ট্রেন ধরতে গিয়ে তিনি পেলেন এই অদ্ভুত তথ্য। স্টেশনে পৌঁছেছিলেন নির্দিষ্ট সময়ের একটু আগেই। শোভনশ্রেণির প্রবেশপথের বাঁ হাতে পড়ে দুটো বইয়ের স্টল। সময় হাতে থাকায় একটি স্টলে দাঁড়িয়ে বই দেখছিলেন তিনি। বই দেখতে দেখতে দোকানিকে জিজ্ঞেস করলেন, ‘কী ধরনের বই বিক্রি হয় বেশি? লোকে কী ধরনের বই চায়?’
দোকানি বললেন, ‘সব ধরনের বইই তো চলে। তবে যে বই বেশি চলে, সে বই তো রাখি না।’
বেশি চলে, অথচ রাখেন না! ব্যাপার কী?
এই কৌতূহলের উত্তরও পেয়ে যান।
দোকানি বলেন, ‘খারাপ বই।’
খারাপ বই মানে পর্নোগ্রাফি। সৈয়দ হকের কৌতূহল বেড়ে যায়। তিনি প্রশ্ন করেন, ‘মানুষ এই খারাপ বই চায় কীভাবে?’
দোকানি উত্তর দেন, ‘এসে বলে, “ভালো বই” আছে? ভালো বই উচ্চারণ করলেই বোঝা যায়, খারাপ বই চাইছে।’
কৌতূহল মেটাতে পাশের বইয়ের স্টলে গেলেন সৈয়দ হক। তিনিও বললেন একই কথা, ‘লোকে এসে জিজ্ঞেস করে, ভালো বইটই আছে? তার মানে বুঝতে পারছেন না, কোন বই চায়?’
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৯০-৯১
বিশ্বখ্যাত ইংরেজি ভাষার অভিধান কেমব্রিজ ডিকশনারিতে এ বছর যুক্ত হয়েছে ৬ হাজারের বেশি নতুন শব্দ। যার বেশির ভাগই জেন-জি’দের। এসব শব্দের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত স্ল্যাং বা অমার্জিত শব্দ যেমন ‘স্কিবিডি’, ‘ট্র্যাডওয়াইফ’, ‘ব্রোলিগার্কি’ এবং ‘ডেলুলু’ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
৪ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৫ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৭ দিন আগে