সম্পাদকীয়
যখন বিয়ে হয়, তখন কবি জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। বাংলার লেকচারার। মমতাজ তখন পড়ছেন ক্লাস নাইনে। থাকতেন নারায়ণগঞ্জে নানার বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ছিলেন মমতাজদের আত্মীয়। তিনিই একদিন নানার অনুমতি নিয়ে কবিকে নিয়ে আসেন নারায়ণগঞ্জে।
নানা ছিলেন মৌলভী। কিন্তু তিনি গান ভালোবাসতেন। হারমোনিয়াম বাজিয়ে গান করতেন তিনি। জ্ঞানী-গুণী মানুষের সমাদর করতেন। মেহমান এলে শাহি খাবারের বন্দোবস্ত থাকত।
কবি যেদিন এলেন, সেদিন দুপুরে খাওয়া শেষ করে মমতাজ অপেক্ষা করছিলেন গৃহশিক্ষক অমীয় বাবুর জন্য। অমীয় বাবু এলেন; কিন্তু বললেন, ‘আজ তোমাদের বাড়িতে মেহমান আসবেন, তাই আমি চলে যাচ্ছি।’
সবাইকে কাজ করতে দেখে মমতাজও লেগে গেলেন কাজে। চেয়ার-টেবিল ঠিকঠাক করছেন, এ সময় লম্বা, স্বাস্থ্যবান, শ্যামলা এক সুপুরুষ এসে ঢুকল ঘরে। সম্পূর্ণ অপরিচিত পুরুষ হুট করে ঢুকে পড়ায় একটু হকচকিয়ে গেলেন মমতাজ। ভদ্রলোকের পরনে ধুতি-পাঞ্জাবি। গায়ে একটা চাদর। ভদ্রলোক দুম করে বসে পড়লেন এক চেয়ারে। তারপর বললেন, ‘খুকি, তুমি কবিতা ভালোবাসো?’
‘না।’ বললেন মমতাজ।
‘গান?’
‘না।’
এবার অবশ্য মিথ্যে বললেন মমতাজ। গান তিনি ভালোই করেন। মমতাজ কবির দিকে তাকালেন। দেখলেন, তাঁর সাদা দাঁতের ভেতর দুটি সোনার দাঁত চকচক করছে। ভদ্রলোক বললেন, ‘খুকি, তোমার খাতাটা কি আমি নিতে পারি?’
ভদ্রলোক খাতায় একটি কবিতা আর একটি গান লিখে দিলেন। মমতাজ জসীমউদ্দীনের কবিতাটি মনে রাখতে পেরেছিলেন। ‘আমারে করিও ক্ষমা/ সুন্দরী অনুপমা/ তোমার শান্তির নিভৃত আলয়ে/ হয়তো তোমার খেলার বাসরে/ অপরাধ রবে জমা/ আমারে করিও ক্ষমা...’।
মজার ব্যাপার, মমতাজ তখনো জানতেন না, ইনিই হচ্ছেন কবি জসীমউদ্দীন। তবে মমতাজকে যে কবির পছন্দ হয়েছে, সেটা বোঝা যাচ্ছিল, ঘন ঘন এই বাড়িতে কবির আগমনের কারণে। বিয়ের ব্যাপারটাও দারুণ মজার। সেটা বলা হবে পরে।
সূত্র: জসীমউদ্দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১৮-২০
যখন বিয়ে হয়, তখন কবি জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। বাংলার লেকচারার। মমতাজ তখন পড়ছেন ক্লাস নাইনে। থাকতেন নারায়ণগঞ্জে নানার বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ছিলেন মমতাজদের আত্মীয়। তিনিই একদিন নানার অনুমতি নিয়ে কবিকে নিয়ে আসেন নারায়ণগঞ্জে।
নানা ছিলেন মৌলভী। কিন্তু তিনি গান ভালোবাসতেন। হারমোনিয়াম বাজিয়ে গান করতেন তিনি। জ্ঞানী-গুণী মানুষের সমাদর করতেন। মেহমান এলে শাহি খাবারের বন্দোবস্ত থাকত।
কবি যেদিন এলেন, সেদিন দুপুরে খাওয়া শেষ করে মমতাজ অপেক্ষা করছিলেন গৃহশিক্ষক অমীয় বাবুর জন্য। অমীয় বাবু এলেন; কিন্তু বললেন, ‘আজ তোমাদের বাড়িতে মেহমান আসবেন, তাই আমি চলে যাচ্ছি।’
সবাইকে কাজ করতে দেখে মমতাজও লেগে গেলেন কাজে। চেয়ার-টেবিল ঠিকঠাক করছেন, এ সময় লম্বা, স্বাস্থ্যবান, শ্যামলা এক সুপুরুষ এসে ঢুকল ঘরে। সম্পূর্ণ অপরিচিত পুরুষ হুট করে ঢুকে পড়ায় একটু হকচকিয়ে গেলেন মমতাজ। ভদ্রলোকের পরনে ধুতি-পাঞ্জাবি। গায়ে একটা চাদর। ভদ্রলোক দুম করে বসে পড়লেন এক চেয়ারে। তারপর বললেন, ‘খুকি, তুমি কবিতা ভালোবাসো?’
‘না।’ বললেন মমতাজ।
‘গান?’
‘না।’
এবার অবশ্য মিথ্যে বললেন মমতাজ। গান তিনি ভালোই করেন। মমতাজ কবির দিকে তাকালেন। দেখলেন, তাঁর সাদা দাঁতের ভেতর দুটি সোনার দাঁত চকচক করছে। ভদ্রলোক বললেন, ‘খুকি, তোমার খাতাটা কি আমি নিতে পারি?’
ভদ্রলোক খাতায় একটি কবিতা আর একটি গান লিখে দিলেন। মমতাজ জসীমউদ্দীনের কবিতাটি মনে রাখতে পেরেছিলেন। ‘আমারে করিও ক্ষমা/ সুন্দরী অনুপমা/ তোমার শান্তির নিভৃত আলয়ে/ হয়তো তোমার খেলার বাসরে/ অপরাধ রবে জমা/ আমারে করিও ক্ষমা...’।
মজার ব্যাপার, মমতাজ তখনো জানতেন না, ইনিই হচ্ছেন কবি জসীমউদ্দীন। তবে মমতাজকে যে কবির পছন্দ হয়েছে, সেটা বোঝা যাচ্ছিল, ঘন ঘন এই বাড়িতে কবির আগমনের কারণে। বিয়ের ব্যাপারটাও দারুণ মজার। সেটা বলা হবে পরে।
সূত্র: জসীমউদ্দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১৮-২০
বিশ্বখ্যাত ইংরেজি ভাষার অভিধান কেমব্রিজ ডিকশনারিতে এ বছর যুক্ত হয়েছে ৬ হাজারের বেশি নতুন শব্দ। যার বেশির ভাগই জেন-জি’দের। এসব শব্দের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত স্ল্যাং বা অমার্জিত শব্দ যেমন ‘স্কিবিডি’, ‘ট্র্যাডওয়াইফ’, ‘ব্রোলিগার্কি’ এবং ‘ডেলুলু’ রয়েছে।
১৭ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
৪ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৫ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৮ দিন আগে