ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: আমার বয়স ৪০ বছর। স্বামী দুই বছর আগে মারা গেছে। দুই সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে। মেয়ের বয়স ২৫ আর ছেলের ১৪ বছর। স্বামী মারা যাওয়ার আগে তার বাবার সম্পত্তি ভাগাভাগি হয়নি। সম্প্রতি আমার দেবর ও ভাশুরেরা সম্পত্তি ভাগাভাগি করেছেন, যেখানে আমি উপস্থিত ছিলাম না। তাঁরা এমনভাবে সব করেছেন, যা স্বামীর অবর্তমানে আমি কিংবা আমার সন্তানেরা সম্পত্তির কোনো ভাগই পাব না। এ ক্ষেত্রে আমি কী করতে পারি। কেস করতে চাইলে সেটা কীভাবে করলে সুবিধা হবে?
সাবিনা কবির, খুলনা
উত্তর: আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আসলে আমাদের দেশের প্রায় প্রতিটি ঘরেই ঘটে এবং এটা অন্যায়। আপনার স্বামীর মারা যাওয়ায় আপনি এবং সন্তানেরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন না। মুসলিম আইন অনুযায়ী, শ্বশুরের সম্পত্তি ভাগাভাগি হওয়ার সময় আপনার স্বামী জীবিত থাকলে যে অংশ পেতেন, মৃত্যুর পরেও তাঁর সেই প্রাপ্য অংশই আপনি এবং আপনার সন্তানেরা ওয়ারিশান হিসেবে পাবেন। কাজেই আপনার দেবর ও ভাশুরেরা যেভাবে আপনাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তা বেআইনি। আপনাদের প্রথমেই ওয়ারিশনামা বের করতে হবে। এরপর বিজ্ঞ আদালতে একটি পার্টিশন শুট করতে হবে। সেখানে বিজ্ঞ আদালত ওয়ারিশান অনুযায়ী, আপনার শ্বশুরের সম্পত্তি আপনি, আপনার ছেলেমেয়ে, দেবর, ভাশুর এবং আরও ওয়ারিশান থাকলে–যেমন আপনার ননদ কিংবা শাশুড়ি–সবার মধ্যে আইন অনুযায়ী ভাগ করে দেবেন।
তবে এ ধরনের মামলায় অনেক দীর্ঘসূত্রতা থাকে। কাজেই উচিত হবে প্রথমে আপনার দেবর ও ভাশুরকে একটি উকিল নোটিশ পাঠানো। এ জন্য আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিতে পারেন। তিনি দেশের মুসলিম আইনের আলোকে যখন আপনার দেবর ও ভাশুরকে উকিল নোটিশ পাঠাবেন, তখন তাঁরা যদি তাঁদের ভুল বুঝতে পারেন, তাহলে আপসে আপনার শ্বশুরের সম্পত্তি তাঁর ওয়ারিশনামা অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। এতে আপনাদের মামলার জন্য সময় ও অর্থ ব্যয়–দুটোই বাঁচবে। আর যদি উকিল নোটিশে কাজ না হয়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে।
আরেকটি বিষয়। ছেলে যেহেতু নাবালক (১৪ বছর), তাই সে তার বাবার সম্পত্তির যে অংশ পাবে, এর দেখভাল করার জন্য আপনাকে বিজ্ঞ আদালতে তাঁর সম্পত্তির লিগ্যাল গার্ডিয়ান হওয়ার দরখাস্ত করতে হবে। ছেলের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত আপনি (যদি আদালত আপনাকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেন) সেই সম্পত্তি দেখভাল করবেন। ছেলের বয়স ১৮ বছর হয়ে গেলে তখন তার সম্পত্তির দায়িত্ব নিজেই বুঝে পাবে। এর আগে ছেলের সম্পত্তি আপনি বা যে লিগ্যাল গার্ডিয়ান হবেন, তিনি আদালতের অনুমতি ছাড়া কোনো মালিকানা পরিবর্তন করতে পারবেন না।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমার বয়স ৪০ বছর। স্বামী দুই বছর আগে মারা গেছে। দুই সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে। মেয়ের বয়স ২৫ আর ছেলের ১৪ বছর। স্বামী মারা যাওয়ার আগে তার বাবার সম্পত্তি ভাগাভাগি হয়নি। সম্প্রতি আমার দেবর ও ভাশুরেরা সম্পত্তি ভাগাভাগি করেছেন, যেখানে আমি উপস্থিত ছিলাম না। তাঁরা এমনভাবে সব করেছেন, যা স্বামীর অবর্তমানে আমি কিংবা আমার সন্তানেরা সম্পত্তির কোনো ভাগই পাব না। এ ক্ষেত্রে আমি কী করতে পারি। কেস করতে চাইলে সেটা কীভাবে করলে সুবিধা হবে?
সাবিনা কবির, খুলনা
উত্তর: আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আসলে আমাদের দেশের প্রায় প্রতিটি ঘরেই ঘটে এবং এটা অন্যায়। আপনার স্বামীর মারা যাওয়ায় আপনি এবং সন্তানেরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন না। মুসলিম আইন অনুযায়ী, শ্বশুরের সম্পত্তি ভাগাভাগি হওয়ার সময় আপনার স্বামী জীবিত থাকলে যে অংশ পেতেন, মৃত্যুর পরেও তাঁর সেই প্রাপ্য অংশই আপনি এবং আপনার সন্তানেরা ওয়ারিশান হিসেবে পাবেন। কাজেই আপনার দেবর ও ভাশুরেরা যেভাবে আপনাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তা বেআইনি। আপনাদের প্রথমেই ওয়ারিশনামা বের করতে হবে। এরপর বিজ্ঞ আদালতে একটি পার্টিশন শুট করতে হবে। সেখানে বিজ্ঞ আদালত ওয়ারিশান অনুযায়ী, আপনার শ্বশুরের সম্পত্তি আপনি, আপনার ছেলেমেয়ে, দেবর, ভাশুর এবং আরও ওয়ারিশান থাকলে–যেমন আপনার ননদ কিংবা শাশুড়ি–সবার মধ্যে আইন অনুযায়ী ভাগ করে দেবেন।
তবে এ ধরনের মামলায় অনেক দীর্ঘসূত্রতা থাকে। কাজেই উচিত হবে প্রথমে আপনার দেবর ও ভাশুরকে একটি উকিল নোটিশ পাঠানো। এ জন্য আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিতে পারেন। তিনি দেশের মুসলিম আইনের আলোকে যখন আপনার দেবর ও ভাশুরকে উকিল নোটিশ পাঠাবেন, তখন তাঁরা যদি তাঁদের ভুল বুঝতে পারেন, তাহলে আপসে আপনার শ্বশুরের সম্পত্তি তাঁর ওয়ারিশনামা অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। এতে আপনাদের মামলার জন্য সময় ও অর্থ ব্যয়–দুটোই বাঁচবে। আর যদি উকিল নোটিশে কাজ না হয়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে।
আরেকটি বিষয়। ছেলে যেহেতু নাবালক (১৪ বছর), তাই সে তার বাবার সম্পত্তির যে অংশ পাবে, এর দেখভাল করার জন্য আপনাকে বিজ্ঞ আদালতে তাঁর সম্পত্তির লিগ্যাল গার্ডিয়ান হওয়ার দরখাস্ত করতে হবে। ছেলের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত আপনি (যদি আদালত আপনাকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেন) সেই সম্পত্তি দেখভাল করবেন। ছেলের বয়স ১৮ বছর হয়ে গেলে তখন তার সম্পত্তির দায়িত্ব নিজেই বুঝে পাবে। এর আগে ছেলের সম্পত্তি আপনি বা যে লিগ্যাল গার্ডিয়ান হবেন, তিনি আদালতের অনুমতি ছাড়া কোনো মালিকানা পরিবর্তন করতে পারবেন না।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৬ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৬ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৬ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে