ফিয়াদ নওশাদ ইয়ামিন
জন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন। ঠিক তখনই মনে হয়, ‘আমি কেন পারব না?’ সেই ভাবনা থেকে শুরু হয় তাঁর নতুন পথচলা।
বলছি ঢাকার খিলক্ষেত এলাকায় জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌস জান্নাতের গল্প। নিজের সংগ্রাম থেকে শিখেছেন, উন্নতির জন্য শুধু ডিগ্রি নয়; দরকার স্বপ্ন, সাহস আর সহায়তার একটি হাত। আজ সেই সহায়তার হাত তিনি নিজেই বাড়িয়ে দিচ্ছেন অন্য নারীদের দিকে।
পরিবার নয়, নিজের শক্তিই ভরসা
সব পরিবার এক রকম হয় না। জান্নাত জানতেন, সবাই পরিবারের সহায়তা পায় না, বিশেষ করে নারীরা। তাই তিনি নিজের অর্থ ও শ্রম দিয়ে একেকজন নারীর ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন। তিনি বলেন, ‘আমি এমন নারীদের নিয়ে কাজ করি, যাঁরা নিজের চেষ্টায় কিছু করতে চান—যাঁদের পাশে দাঁড়ানোর কেউ নেই, কিন্তু নিজেই দাঁড়াতে চান।’
আত্মশিক্ষায় এগিয়ে চলা
ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ঘেঁটে কীভাবে উদ্যোক্তা হওয়া যায়, তা রপ্ত করেন জান্নাত। শুরু করেন নিজের পরিচয়ে চিনে নেওয়ার লড়াই। নিজে নিজে দাঁড়িয়ে যাওয়ার মতো শক্তি তিনি পেয়েছেন আত্মবিশ্বাস থেকে। এখন চান, তাঁর পাশে যাঁরা আছেন, তাঁরাও নিজের পরিচয়ে দাঁড়াক। সে জন্য তিনি এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে মেয়েরা নিজেদের মতো করে বড় হওয়ার সাহস পায়।
বি এইচ বিজনেস ক্লাবের জন্ম
জান্নাতের হাত ধরে গড়ে ওঠে বি এইচ বিজনেস ক্লাব। এখানে নারী ও তরুণেরা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথ খুঁজে পান।
এই ক্লাবের মূল লক্ষ্য, নারী ও তরুণদের মধ্যে উদ্যোক্তা ভাবনা তৈরি করা এবং তাঁদের সেই পথ পাড়ি দিতে সহায়ক হওয়া। এই ক্লাবের প্রতিটি কোর্স, প্রতিটি ওয়ার্কশপ শুধুই পণ্যের ওপর ভিত্তি করে নয়; বরং শেখানো হয় আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং নিজের পরিচয় গড়ে তোলার পদ্ধতি।
অনলাইনে ব্যবসা শুরু করা, হ্যান্ডমেইড পণ্য, কেক বেকিং, ফ্যাশন, সেলাই, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট ফটোগ্রাফি—সবকিছু এখানে শেখানো হয় বাস্তবমুখী পদ্ধতিতে। এই ক্লাব ঘিরে যাঁরা আছেন, তাঁরা বিশ্বাস করেন, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু উপার্জন নয়; এটা সম্মান, আত্মবিশ্বাস আর সমাজে নিজের জায়গা খুঁজে নেওয়ার সংগ্রাম।
প্রতিবছরের আয়োজন
২০২২ সাল থেকে বি এইচ বিজনেস ক্লাব প্রতিবছর বিশেষ দিনে এবং বিভিন্ন উৎসব সামনে রেখে আয়োজন করে উদ্যোক্তা মেলা। প্রতিটি মেলায় অংশ নেন শতাধিক উদ্যোক্তা, যাঁদের অনেকে জীবনে প্রথম নিজেদের পণ্য, নিজস্ব ব্র্যান্ডের নাম লিখে তুলে ধরেন সবার সামনে। মেলার বাইরেও ক্লাবের আছে বিভিন্ন কার্যক্রম। উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে ক্লাবটি ওয়ার্কশপ আয়োজন করে বিভিন্ন বিষয়ে।
এই ক্লাবের মাধ্যমে এরই মধ্যে অনেক নারী নিজেদের ব্যবসা শুরু করেছেন। কেউ চালু করেছেন অনলাইন বুটিক, কেউ তৈরি করছেন কেক ও হোমমেইড পণ্যের শপ, কেউ আবার অনলাইন মার্কেটিং বা ডিজিটাল কনটেন্টের মাধ্যমে আয় করছেন ঘরে থেকে। জান্নাতের কথায়, ‘শুধু উদ্যোক্তা হওয়া জরুরি নয়, উদ্যোগ তৈরি করাও জরুরি। আমি চাই, মেয়েরা নিজেদের খুঁজে পাক নিজ নিজ পছন্দে।’
জন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন। ঠিক তখনই মনে হয়, ‘আমি কেন পারব না?’ সেই ভাবনা থেকে শুরু হয় তাঁর নতুন পথচলা।
বলছি ঢাকার খিলক্ষেত এলাকায় জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌস জান্নাতের গল্প। নিজের সংগ্রাম থেকে শিখেছেন, উন্নতির জন্য শুধু ডিগ্রি নয়; দরকার স্বপ্ন, সাহস আর সহায়তার একটি হাত। আজ সেই সহায়তার হাত তিনি নিজেই বাড়িয়ে দিচ্ছেন অন্য নারীদের দিকে।
পরিবার নয়, নিজের শক্তিই ভরসা
সব পরিবার এক রকম হয় না। জান্নাত জানতেন, সবাই পরিবারের সহায়তা পায় না, বিশেষ করে নারীরা। তাই তিনি নিজের অর্থ ও শ্রম দিয়ে একেকজন নারীর ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন। তিনি বলেন, ‘আমি এমন নারীদের নিয়ে কাজ করি, যাঁরা নিজের চেষ্টায় কিছু করতে চান—যাঁদের পাশে দাঁড়ানোর কেউ নেই, কিন্তু নিজেই দাঁড়াতে চান।’
আত্মশিক্ষায় এগিয়ে চলা
ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ঘেঁটে কীভাবে উদ্যোক্তা হওয়া যায়, তা রপ্ত করেন জান্নাত। শুরু করেন নিজের পরিচয়ে চিনে নেওয়ার লড়াই। নিজে নিজে দাঁড়িয়ে যাওয়ার মতো শক্তি তিনি পেয়েছেন আত্মবিশ্বাস থেকে। এখন চান, তাঁর পাশে যাঁরা আছেন, তাঁরাও নিজের পরিচয়ে দাঁড়াক। সে জন্য তিনি এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে মেয়েরা নিজেদের মতো করে বড় হওয়ার সাহস পায়।
বি এইচ বিজনেস ক্লাবের জন্ম
জান্নাতের হাত ধরে গড়ে ওঠে বি এইচ বিজনেস ক্লাব। এখানে নারী ও তরুণেরা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথ খুঁজে পান।
এই ক্লাবের মূল লক্ষ্য, নারী ও তরুণদের মধ্যে উদ্যোক্তা ভাবনা তৈরি করা এবং তাঁদের সেই পথ পাড়ি দিতে সহায়ক হওয়া। এই ক্লাবের প্রতিটি কোর্স, প্রতিটি ওয়ার্কশপ শুধুই পণ্যের ওপর ভিত্তি করে নয়; বরং শেখানো হয় আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং নিজের পরিচয় গড়ে তোলার পদ্ধতি।
অনলাইনে ব্যবসা শুরু করা, হ্যান্ডমেইড পণ্য, কেক বেকিং, ফ্যাশন, সেলাই, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট ফটোগ্রাফি—সবকিছু এখানে শেখানো হয় বাস্তবমুখী পদ্ধতিতে। এই ক্লাব ঘিরে যাঁরা আছেন, তাঁরা বিশ্বাস করেন, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু উপার্জন নয়; এটা সম্মান, আত্মবিশ্বাস আর সমাজে নিজের জায়গা খুঁজে নেওয়ার সংগ্রাম।
প্রতিবছরের আয়োজন
২০২২ সাল থেকে বি এইচ বিজনেস ক্লাব প্রতিবছর বিশেষ দিনে এবং বিভিন্ন উৎসব সামনে রেখে আয়োজন করে উদ্যোক্তা মেলা। প্রতিটি মেলায় অংশ নেন শতাধিক উদ্যোক্তা, যাঁদের অনেকে জীবনে প্রথম নিজেদের পণ্য, নিজস্ব ব্র্যান্ডের নাম লিখে তুলে ধরেন সবার সামনে। মেলার বাইরেও ক্লাবের আছে বিভিন্ন কার্যক্রম। উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে ক্লাবটি ওয়ার্কশপ আয়োজন করে বিভিন্ন বিষয়ে।
এই ক্লাবের মাধ্যমে এরই মধ্যে অনেক নারী নিজেদের ব্যবসা শুরু করেছেন। কেউ চালু করেছেন অনলাইন বুটিক, কেউ তৈরি করছেন কেক ও হোমমেইড পণ্যের শপ, কেউ আবার অনলাইন মার্কেটিং বা ডিজিটাল কনটেন্টের মাধ্যমে আয় করছেন ঘরে থেকে। জান্নাতের কথায়, ‘শুধু উদ্যোক্তা হওয়া জরুরি নয়, উদ্যোগ তৈরি করাও জরুরি। আমি চাই, মেয়েরা নিজেদের খুঁজে পাক নিজ নিজ পছন্দে।’
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৪ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৪ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৪ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৪ দিন আগে