হিমেল চাকমা, রাঙামাটি
পৃথিবীজুড়ে ব্যক্তিগত বাহন হিসেবে জনপ্রিয় মোটরসাইকেল বা বাইক। পুরুষদের পাশাপাশি এখন অনেক নারীও বাইক চালান। শুধু বাইক নয়, বলা যায়, দক্ষ বাইকার হিসেবে এখন অনেক নারী সুনাম কুড়িয়েছেন।
পর্যটন শহর রাঙামাটিতে বাড়ছে নারী বাইকারের সংখ্যা! বাইকাররা জানিয়েছেন, বাইক চালাতে গিয়ে তাঁদের অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে। মিলছে চলাচলে স্বাধীনতাও। পাহাড়ের শহর রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো গণপরিবহন নেই। অটোরিকশায় গন্তব্যে যেতে ব্যয় যেমন আছে, তেমনি আছে অটোরিকশাচালকদের অপেশাদার আচরণ এবং ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে অনভিপ্রেত ঘটনা।
এ থেকে মুক্তি পেতে অনেক নারী এখন বেছে নিচ্ছেন মোটরসাইকেল। তাঁরা একে অন্যকে উৎসাহিত করছেন বাইক কিনতে। তাঁরা বলছেন, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনেক অবদান রাখছে বাইক।
চাকরিজীবী ঝিমি চাকমা (৩৮) জানিয়েছেন, করোনায় লকডাউন চলাকালে বাইকের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। এর আগে এ চিন্তা মাথায় আসেনি। বাইক নেওয়ার পর অন্যের ওপর নির্ভরশীলতা কমেছে। স্বামীকে আর বিরক্ত করতে হচ্ছে না। অফিসে যাওয়ার জন্য এখন আর কারও জন্য অপেক্ষা করতে হচ্ছে না। প্রয়োজনে যেকোনো সময় গন্তব্যে যাওয়া যাচ্ছে। সময়ের কাজ সময়ে করা যাচ্ছে। আগে অবসরে বেড়াতে বের হতে হলে অটোরিকশার ওপর নির্ভর করে থাকতে হতো। এতে প্রচুর টাকা ব্যয় হতো। বাইক থাকায় এক লিটার জ্বালানি দিয়ে শহরের আশপাশে ঘুরে বেড়ানো যায়।
ঘুরে বেড়ানোটাও আনন্দের।
বাইক থাকার অন্যতম সুবিধা হলো, এতে খরচ ও সময় বাঁচে। নারীদের মর্যাদা বাড়ে। এমনটাই মনে করেন কণ্ঠশিল্পী জয়ন্তী চাকমা (২৫)। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় না নিজের বাইকের কারণে। বনরূপা থেকে রাঙাপানি যাওয়ার প্রয়োজন পড়লে পুরো অটোরিকশা ভাড়া করতে হয়। ভাড়া নেয় ২০০ টাকা বা তারও বেশি। বাইক থাকার কারণে সে সমস্যা নেই। টাকার হিসাব করলে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার তুলনায় বাইকের খরচ একেবারে নগণ্য।
স্কুটির দাম একটু কম হলে রাঙামাটিতে আরও বাইকারের সংখ্যা বাড়বে বলে মনে করেন নারীরা। বাইকের সংখ্যা বাড়লে রাঙামাটিতে যানজট কমে যাবে বলেও মনে করেন বাইকার চঞ্চলা চাকমা (৩৮)।
তিনি বলেন, ‘বাইক এখন আমাদের পরিবারের বড় সাপোর্ট দিচ্ছে। বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বাহন।’
পৃথিবীজুড়ে ব্যক্তিগত বাহন হিসেবে জনপ্রিয় মোটরসাইকেল বা বাইক। পুরুষদের পাশাপাশি এখন অনেক নারীও বাইক চালান। শুধু বাইক নয়, বলা যায়, দক্ষ বাইকার হিসেবে এখন অনেক নারী সুনাম কুড়িয়েছেন।
পর্যটন শহর রাঙামাটিতে বাড়ছে নারী বাইকারের সংখ্যা! বাইকাররা জানিয়েছেন, বাইক চালাতে গিয়ে তাঁদের অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে। মিলছে চলাচলে স্বাধীনতাও। পাহাড়ের শহর রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো গণপরিবহন নেই। অটোরিকশায় গন্তব্যে যেতে ব্যয় যেমন আছে, তেমনি আছে অটোরিকশাচালকদের অপেশাদার আচরণ এবং ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে অনভিপ্রেত ঘটনা।
এ থেকে মুক্তি পেতে অনেক নারী এখন বেছে নিচ্ছেন মোটরসাইকেল। তাঁরা একে অন্যকে উৎসাহিত করছেন বাইক কিনতে। তাঁরা বলছেন, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনেক অবদান রাখছে বাইক।
চাকরিজীবী ঝিমি চাকমা (৩৮) জানিয়েছেন, করোনায় লকডাউন চলাকালে বাইকের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। এর আগে এ চিন্তা মাথায় আসেনি। বাইক নেওয়ার পর অন্যের ওপর নির্ভরশীলতা কমেছে। স্বামীকে আর বিরক্ত করতে হচ্ছে না। অফিসে যাওয়ার জন্য এখন আর কারও জন্য অপেক্ষা করতে হচ্ছে না। প্রয়োজনে যেকোনো সময় গন্তব্যে যাওয়া যাচ্ছে। সময়ের কাজ সময়ে করা যাচ্ছে। আগে অবসরে বেড়াতে বের হতে হলে অটোরিকশার ওপর নির্ভর করে থাকতে হতো। এতে প্রচুর টাকা ব্যয় হতো। বাইক থাকায় এক লিটার জ্বালানি দিয়ে শহরের আশপাশে ঘুরে বেড়ানো যায়।
ঘুরে বেড়ানোটাও আনন্দের।
বাইক থাকার অন্যতম সুবিধা হলো, এতে খরচ ও সময় বাঁচে। নারীদের মর্যাদা বাড়ে। এমনটাই মনে করেন কণ্ঠশিল্পী জয়ন্তী চাকমা (২৫)। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় না নিজের বাইকের কারণে। বনরূপা থেকে রাঙাপানি যাওয়ার প্রয়োজন পড়লে পুরো অটোরিকশা ভাড়া করতে হয়। ভাড়া নেয় ২০০ টাকা বা তারও বেশি। বাইক থাকার কারণে সে সমস্যা নেই। টাকার হিসাব করলে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার তুলনায় বাইকের খরচ একেবারে নগণ্য।
স্কুটির দাম একটু কম হলে রাঙামাটিতে আরও বাইকারের সংখ্যা বাড়বে বলে মনে করেন নারীরা। বাইকের সংখ্যা বাড়লে রাঙামাটিতে যানজট কমে যাবে বলেও মনে করেন বাইকার চঞ্চলা চাকমা (৩৮)।
তিনি বলেন, ‘বাইক এখন আমাদের পরিবারের বড় সাপোর্ট দিচ্ছে। বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বাহন।’
চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের একটি গ্রামীণ কটেজ। নাম ‘কেকের কাল্পনিক দুনিয়া।’ ভেতরে কফির মগ নিয়ে হাসতে হাসতে একধরনের ইনডোর গেম খেলছেন কয়েকজন নারী। এটি এমন এক বাড়ি, যেখানে কেবল নারীরাই আসেন। কিছুদিন থাকেন। নিজের মতো করে সময় কাটান। চীনজুড়ে এমন আবাসিক ক্লাব ধরনের কটেজের চাহিদা বেশ বাড়ছে।
১ দিন আগেসিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্স নারী শিক্ষার্থী সাহারা চৌধুরীকে আজীবন বহিষ্কারাদেশের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মীসহ ১৬২ জন নাগরিক। আজ শনিবার সংবাদমাধ্যমে এই বিবৃতিতে অবিলম্বে অন্যায্য বহিষ্কারাদেশ বাতিল করে ওই শিক্ষার্থীর নিরাপত্তা
৩ দিন আগেদেশে সবকিছু নিয়ে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু নারীদের নিরাপত্তা, তাঁদের অধিকার, তাঁদের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে কতটুকু কথা হচ্ছে? নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে নারীদের অংশগ্রহণের বিষয়টি কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্বের...
৬ দিন আগে১২ আগস্ট মঙ্গলবার, সকালেই এক গভীর শূন্যতা নেমে এল চারপাশে। অধ্যাপক মাহফুজা খানম আর নেই! বুকের ভেতর যেন এক অপার শূন্যতার ঢেউ আছড়ে পড়ল। মানুষ চলে গেলে পৃথিবী তো থেমে যায় না, আকাশের রংও বদলায় না, রাস্তাঘাটে মানুষের ভিড় থাকে। কিন্তু আমাদের ভেতরের পৃথিবী থেমে যায়। আমার কাছে তিনি শুধু একজন খ্যাতিমান..
৬ দিন আগে