কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
ধীরে ধীরে পানি বাড়ছে চারদিকে। ফেনীর ফুলগাজী উপজেলায় পারুল বেগমের ঘরের ভেতর তখন হাঁটুপানি। পাশের দোতলা বাড়িতে তাঁর দেবর থাকেন। সেখানেই রাতে থাকার ব্যবস্থা। পারুল ভাবলেন, ওষুধগুলো সঙ্গে নিয়ে যাবেন। অল্প অল্প করে পানি উঠছিল বাড়িতে। আলমারির ওপর ওষুধের বাক্স। চেয়ারে উঠে সেটা হাতে নিতেই গলাসমান পানি ঢুকে গেল ঘরে। পারুল বেগমের বড় ছেলে কোনোমতে তাঁকে কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে যান।
এভাবেই বন্যার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন পারুল বেগম। বলছিলেন, বিয়ের পর ফেনীতে এসে গত ৩০ বছরে এমন বন্যা দেখেননি তিনি। বড়জোর বাড়ির উঠান পর্যন্ত পানি দেখেছিলেন। পানির তীব্র স্রোত আর প্রতি মুহূর্তে বেড়ে চলা পানির ভয়াবহতা কখনো নিজের চোখে দেখতে হবে, সেটা তিনি কল্পনাও করেননি। পানির নিচে চলে গেছে তাঁদের বাড়ি। শুকনা খাবার আর বাড়িতে থাকা চাল-ডাল দিয়ে ছয় দিন পার করেছেন। সেই খাবারও প্রায় শেষের দিকে। খাবারের কষ্ট আর বসতবাড়ির ডুবে যাওয়া চিত্র তাঁকে দেখতে হয়েছে চোখের সামনে। পানি নেমে গেলে যে দৃশ্য দেখতে হবে, তা ভেবেও কূলকিনারা পাচ্ছেন না পারুল। বলছিলেন, ‘মনে তো হয় না আর কিছু বাকি আছে। পানি নামি গেলে বোঝা যাবে, কী আছে আর কী নাই।’
এখন ধীরে ধীরে কমতে থাকা পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন পারুল বেগমের মতো অসংখ্য নারী। এই নারীদের প্রায় কেউ কেউ বন্যা দেখলেও ঘরে গলাসমান পানি দেখেননি অতীতে। দেখেননি বানের পানির এমন প্রবল স্রোত। চোখের সামনে ডুবতে থাকা নিজের ঘর, ভিটা, পুকুর কিংবা খেত-খামার দেখা হয়নি। ফলে অনিশ্চিত ভবিষ্যৎ তাঁদের আতঙ্কিত করে তুলেছে।
সিজারিয়ান অপারেশনে সদ্যই মা হয়েছেন ডালিয়া। তাঁর সন্তানের বয়স মাত্র ১৫ দিন। বাড়িতেই ছিলেন। বন্যার পানি বাড়লে প্রতিবেশী গোপাল পালের বাড়িতে উঠেছিলেন শিশু আর ষাটোর্ধ্ব শাশুড়িকে নিয়ে। সেখানেই পানিবন্দী হয়ে থেকেছেন ছয় দিন। এরপর ফেনী শহর থেকে ননদ এসে তাঁদের নিয়ে যান। আতঙ্ক আর ভয়ে খুব একটা কথা বলছেন না ডালিয়া। তাকিয়ে থাকেন নিজের কোলের শিশুর দিকে।
ডালিয়ার ননদ সুফিয়া জানান, প্রথম দুই দিনে বাড়িতে পানি উঠে গেলে এলাকার মানুষের সহায়তায় প্রতিবেশীদের বাড়িতে থাকা শুরু করেন তাঁর মা ও ভাবি। মুঠোফোনে যোগাযোগ হলেও পানি বাড়ার কারণে নিজের কাছে নিয়ে আসতে পারছিলেন না। একসময় যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিশেহারা হয়ে পড়েন সুফিয়া। শিশুর খাবারের জোগান তাঁর মায়ের কাছেই। কিন্তু এই কদিন ঠিকমতো খেতে পারেননি ডালিয়া। তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান সুফিয়া।
বন্যাকবলিত জেলাগুলোর আতঙ্কিত হাজার হাজার নারী এখন অসহায়ভাবে দিন গুনছে, কবে পানি নেমে যাবে। প্রতিদিন যে ঘরের মেঝে ঝাড় দিয়ে ধুয়ে-মুছে রাখতেন, যে হেঁশেলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে চুলা জ্বলত, সবই এখন পানির নিচে। পানি সরে গেলে সেই চুলা কিংবা ঘরের মেঝে বা চালাগুলোকে ঠিক কোন অবস্থায় দেখা যাবে, সেই আতঙ্ক এখন তাদের চোখে-মুখে স্পষ্ট। ঘরবাড়ি বিপর্যস্ত হওয়ার সঙ্গে আছে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে থাকার দুর্বিষহ স্মৃতি।
আরও আছে জীবিকার টানাপোড়েন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের চাকরির বাইরে মূল জীবিকার উৎস কৃষি। চাষবাসের সঙ্গে মাছ, মুরগি আর গবাদিপশুর খামার ছিল অনেক মানুষের সম্বল। বন্যার পানিতে সবকিছুই শেষ। ভেসে গেছে মাছের ঘের। মুরগি মারা গেছে খামারে। গবাদিপশু যা বেঁচে আছে, তা দিয়ে খামারের ক্ষতি পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব। এই সবকিছুর চাপ পড়বে হেঁশেলে। আর সেই হেঁশেল সামলাতে হয় নারীদের। ফলে তাদের আতঙ্কিত হওয়ার কারণ খুব স্বাভাবিক; যা হবে দীর্ঘস্থায়ী।
এবারের বন্যার পানির যে ভয়াল স্রোত, তা কুমিল্লা, ফেনী কিংবা নোয়াখালীর মানুষের কাছে নতুন। চোখের সামনে দেখা সেই দৃশ্য তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। বন্যার পানি হয়তো দ্রুতই নেমে যাবে, কিন্তু তাদের এই আতঙ্ক কাটবে কবে, তা বলা কঠিন। নারীদের এ পরিস্থিতি থেকে উত্তরণে দরকার দীর্ঘ মেয়াদে মানসিক কাউন্সেলিং। সেটা যত দ্রুত শুরু হবে, ততই মঙ্গল।
ধীরে ধীরে পানি বাড়ছে চারদিকে। ফেনীর ফুলগাজী উপজেলায় পারুল বেগমের ঘরের ভেতর তখন হাঁটুপানি। পাশের দোতলা বাড়িতে তাঁর দেবর থাকেন। সেখানেই রাতে থাকার ব্যবস্থা। পারুল ভাবলেন, ওষুধগুলো সঙ্গে নিয়ে যাবেন। অল্প অল্প করে পানি উঠছিল বাড়িতে। আলমারির ওপর ওষুধের বাক্স। চেয়ারে উঠে সেটা হাতে নিতেই গলাসমান পানি ঢুকে গেল ঘরে। পারুল বেগমের বড় ছেলে কোনোমতে তাঁকে কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে যান।
এভাবেই বন্যার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন পারুল বেগম। বলছিলেন, বিয়ের পর ফেনীতে এসে গত ৩০ বছরে এমন বন্যা দেখেননি তিনি। বড়জোর বাড়ির উঠান পর্যন্ত পানি দেখেছিলেন। পানির তীব্র স্রোত আর প্রতি মুহূর্তে বেড়ে চলা পানির ভয়াবহতা কখনো নিজের চোখে দেখতে হবে, সেটা তিনি কল্পনাও করেননি। পানির নিচে চলে গেছে তাঁদের বাড়ি। শুকনা খাবার আর বাড়িতে থাকা চাল-ডাল দিয়ে ছয় দিন পার করেছেন। সেই খাবারও প্রায় শেষের দিকে। খাবারের কষ্ট আর বসতবাড়ির ডুবে যাওয়া চিত্র তাঁকে দেখতে হয়েছে চোখের সামনে। পানি নেমে গেলে যে দৃশ্য দেখতে হবে, তা ভেবেও কূলকিনারা পাচ্ছেন না পারুল। বলছিলেন, ‘মনে তো হয় না আর কিছু বাকি আছে। পানি নামি গেলে বোঝা যাবে, কী আছে আর কী নাই।’
এখন ধীরে ধীরে কমতে থাকা পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন পারুল বেগমের মতো অসংখ্য নারী। এই নারীদের প্রায় কেউ কেউ বন্যা দেখলেও ঘরে গলাসমান পানি দেখেননি অতীতে। দেখেননি বানের পানির এমন প্রবল স্রোত। চোখের সামনে ডুবতে থাকা নিজের ঘর, ভিটা, পুকুর কিংবা খেত-খামার দেখা হয়নি। ফলে অনিশ্চিত ভবিষ্যৎ তাঁদের আতঙ্কিত করে তুলেছে।
সিজারিয়ান অপারেশনে সদ্যই মা হয়েছেন ডালিয়া। তাঁর সন্তানের বয়স মাত্র ১৫ দিন। বাড়িতেই ছিলেন। বন্যার পানি বাড়লে প্রতিবেশী গোপাল পালের বাড়িতে উঠেছিলেন শিশু আর ষাটোর্ধ্ব শাশুড়িকে নিয়ে। সেখানেই পানিবন্দী হয়ে থেকেছেন ছয় দিন। এরপর ফেনী শহর থেকে ননদ এসে তাঁদের নিয়ে যান। আতঙ্ক আর ভয়ে খুব একটা কথা বলছেন না ডালিয়া। তাকিয়ে থাকেন নিজের কোলের শিশুর দিকে।
ডালিয়ার ননদ সুফিয়া জানান, প্রথম দুই দিনে বাড়িতে পানি উঠে গেলে এলাকার মানুষের সহায়তায় প্রতিবেশীদের বাড়িতে থাকা শুরু করেন তাঁর মা ও ভাবি। মুঠোফোনে যোগাযোগ হলেও পানি বাড়ার কারণে নিজের কাছে নিয়ে আসতে পারছিলেন না। একসময় যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিশেহারা হয়ে পড়েন সুফিয়া। শিশুর খাবারের জোগান তাঁর মায়ের কাছেই। কিন্তু এই কদিন ঠিকমতো খেতে পারেননি ডালিয়া। তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান সুফিয়া।
বন্যাকবলিত জেলাগুলোর আতঙ্কিত হাজার হাজার নারী এখন অসহায়ভাবে দিন গুনছে, কবে পানি নেমে যাবে। প্রতিদিন যে ঘরের মেঝে ঝাড় দিয়ে ধুয়ে-মুছে রাখতেন, যে হেঁশেলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে চুলা জ্বলত, সবই এখন পানির নিচে। পানি সরে গেলে সেই চুলা কিংবা ঘরের মেঝে বা চালাগুলোকে ঠিক কোন অবস্থায় দেখা যাবে, সেই আতঙ্ক এখন তাদের চোখে-মুখে স্পষ্ট। ঘরবাড়ি বিপর্যস্ত হওয়ার সঙ্গে আছে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে থাকার দুর্বিষহ স্মৃতি।
আরও আছে জীবিকার টানাপোড়েন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের চাকরির বাইরে মূল জীবিকার উৎস কৃষি। চাষবাসের সঙ্গে মাছ, মুরগি আর গবাদিপশুর খামার ছিল অনেক মানুষের সম্বল। বন্যার পানিতে সবকিছুই শেষ। ভেসে গেছে মাছের ঘের। মুরগি মারা গেছে খামারে। গবাদিপশু যা বেঁচে আছে, তা দিয়ে খামারের ক্ষতি পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব। এই সবকিছুর চাপ পড়বে হেঁশেলে। আর সেই হেঁশেল সামলাতে হয় নারীদের। ফলে তাদের আতঙ্কিত হওয়ার কারণ খুব স্বাভাবিক; যা হবে দীর্ঘস্থায়ী।
এবারের বন্যার পানির যে ভয়াল স্রোত, তা কুমিল্লা, ফেনী কিংবা নোয়াখালীর মানুষের কাছে নতুন। চোখের সামনে দেখা সেই দৃশ্য তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। বন্যার পানি হয়তো দ্রুতই নেমে যাবে, কিন্তু তাদের এই আতঙ্ক কাটবে কবে, তা বলা কঠিন। নারীদের এ পরিস্থিতি থেকে উত্তরণে দরকার দীর্ঘ মেয়াদে মানসিক কাউন্সেলিং। সেটা যত দ্রুত শুরু হবে, ততই মঙ্গল।
টিকটকে নিজের একা থাকার সিদ্ধান্ত শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী প্যাট এম। অনলাইনে প্রায় সময় ত্রিশের মধ্যে সম্পর্ক গড়ার বিষয়টি অনেক গুরুত্বসহকারে দেখানো হয়। কিন্তু এই বয়সে এসে করপোরেট চাকরিজীবী প্যাটের মনে হয়েছে, আপাতত তাঁর নিজের ওপর মনোযোগ...
১ দিন আগেবাংলাদেশে গণপরিবহনে যাতায়াতকালে ৮৭ ভাগ নারী বিভিন্নভাবে মৌখিক শারীরিক ও অন্যান্যভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। আর ৩৬ ভাগ নারী যৌন হয়রানির শিকার হন। আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কার্যালয়ে (ডিটিসিএ) আয়োজিত ‘গণপরিবহনে নারীর সম্মান রাখুন’ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে নারীদের বাসে চলাচলের
৫ দিন আগে২৪ এপ্রিল ২০১৩ সাল। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। পৃথিবীর কারখানা দুর্ঘটনার ইতিহাসে লেখা হয় এক মর্মান্তিক অধ্যায়। এক যুগ পরেও সেই স্মৃতি শুধু আমাদের নয়, তাড়া করে ফেরে পুরো বিশ্বকে।
৭ দিন আগেবাবা-মা দুজনেই প্রচুর বই পড়তেন। বাড়িতে ছিল প্রায় পাঁচ হাজার বইয়ের এক বিশাল সংগ্রহশালা। তাই ছেলেবেলা থেকে বাড়িতে বই দেখতে দেখতেই বড় হয়ে উঠেছেন জান্নাতুল। স্কুলজীবনে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও ভ্রাম্যমাণ লাইব্রেরির একজন নিয়মিত সদস্য। জান্নাতুলের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে এভাবেই জড়িয়ে গেছে বই।
৭ দিন আগে