ফিচার ডেস্ক
পলিথিন ও প্লাস্টিক একই জিনিস নয়। তবে পলিথিন মূলত একধরনের প্লাস্টিক। বিশ্বজুড়ে সেই প্লাস্টিকের বিরুদ্ধে চলছে আন্দোলন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। হ্যাশট্যাগ বিট প্লাস্টিক পলিউশন স্লোগান দিয়ে এবার প্লাস্টিকদূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্লাস্টিক পরিবেশ দূষণ করে। আর এই দূষণে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা। বিশ্বজুড়ে অনেক নারী পরিবেশকর্মী তাঁদের সাহসী উদ্যোগ ও নেতৃত্বের মাধ্যমে প্লাস্টিকদূষণ কমিয়ে আনতে কাজ করছেন।
আফ্রিকা, এশিয়া তো বটেই, ইউরোপ বা আমেরিকা মহাদেশেও নারীরা রুখে দাঁড়িয়েছেন প্লাস্টিকের বিরুদ্ধে। এই আন্দোলন আজকের নয়।
১৯৯৭ সালে গাম্বিয়ার ইসাতু সিসে তাঁর চারজন সহকর্মী নিয়ে গাম্বিয়ার ন’জাউ গ্রামে রিসাইকেল সেন্টার অব এন’জু প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। ইসাতু সিসে গাম্বিয়ার উইম্যান’স ইনিশিয়েটিভ দ্য গাম্বিয়া প্রতিষ্ঠা করেন, যা নারীদের জন্য বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা জৈব বর্জ্য থেকে জ্বালানি তৈরি, সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য থেকে বিভিন্ন পণ্য তৈরি করে নিজেদের আয় বাড়ান। তাঁরা প্লাস্টিক ব্যাগ সংগ্রহ করে সেগুলোকে ধুয়ে, কেটে, সুতোয় পরিণত করে ব্যাগ, পার্স ইত্যাদির মতো পণ্য তৈরি করেন। এই পণ্যগুলো বিক্রি করে নারীরা নিজেদের আয় বাড়াতে সক্ষম হন। এই উদ্যোগের কারণে ইসাতু সিসেকে বলা হয় কুইন অব রিসাইক্লিং।
বাহামাসের ক্রিস্টাল অ্যামব্রোস একজন সামুদ্রিক জীববিজ্ঞানী ও পরিবেশকর্মী। ২০১৩ সালে তাঁর প্রতিষ্ঠান বাহামাসে প্লাস্টিক ক্যাম্প কর্মসূচির মাধ্যমে ৫ হাজার পাউন্ডের বেশি সমুদ্র বর্জ্য সংগ্রহ করেছিল। ২০১৮ সালে ক্রিস্টাল অ্যামব্রোস একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য নিষিদ্ধ করার প্রস্তাব দেন। এর ফলে ২০২০ সালের জানুয়ারিতে বাহামাসে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, স্ট্র, স্টাইরোফোম কনটেইনার ও কাপ নিষিদ্ধ করা হয়। এমনই কাজ করেছেন নেপালের শিলশিলা আচার্য। তিনি আভনি সেন্টার ফর সাসটেইনেবিলিটি প্রতিষ্ঠা করে স্কুল, হোটেল ও পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক বর্জ্য কমাতে কাজ করছেন। এ ছাড়া প্লাস্টিক প্রতিস্থাপনে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। কেনিয়ার উদ্যোক্তা লরনা রুট্টো ইকো পোস্ট নামক সংস্থার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করেন।
যুক্তরাজ্যের নাবিক ও পরিবেশকর্মী এমিলি পেন এক্সএক্সপেডিশন নামে মহাসাগরের প্লাস্টিক দূষণ নিয়ে গবেষণা করছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর ২০১৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে হওয়া ১১টি অভিযানে এক শতাধিক নারী অংশ নেন। এটি ছাড়া এমিলি এমন একটি সংস্থা চালু করেছেন, যা মহাসাগর প্লাস্টিকদূষণ মোকাবিলায় ব্যক্তিগত ও ব্যবসায়িক সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের সি হাগার সংস্থার প্রতিষ্ঠাতা সেল ক্লিভ প্লাস্টিকদূষণ রোধে তৃণমূল সচেতনতা তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সমুদ্রতট পরিচ্ছন্ন অভিযানে জনগণকে যুক্ত করছেন।
এই কয়েকজন নারী প্রমাণ করেছেন, নেতৃত্ব আর সদিচ্ছা থাকলে পরিবেশ রক্ষায় বাস্তব পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তাঁরা শুধু নিজেরাই বলছেন না; অন্যান্য নারী ও পুরুষদের সংগঠিত করছেন প্লাস্টিকদূষণ বন্ধ করার লক্ষ্যে।
পলিথিন ও প্লাস্টিক একই জিনিস নয়। তবে পলিথিন মূলত একধরনের প্লাস্টিক। বিশ্বজুড়ে সেই প্লাস্টিকের বিরুদ্ধে চলছে আন্দোলন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। হ্যাশট্যাগ বিট প্লাস্টিক পলিউশন স্লোগান দিয়ে এবার প্লাস্টিকদূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্লাস্টিক পরিবেশ দূষণ করে। আর এই দূষণে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা। বিশ্বজুড়ে অনেক নারী পরিবেশকর্মী তাঁদের সাহসী উদ্যোগ ও নেতৃত্বের মাধ্যমে প্লাস্টিকদূষণ কমিয়ে আনতে কাজ করছেন।
আফ্রিকা, এশিয়া তো বটেই, ইউরোপ বা আমেরিকা মহাদেশেও নারীরা রুখে দাঁড়িয়েছেন প্লাস্টিকের বিরুদ্ধে। এই আন্দোলন আজকের নয়।
১৯৯৭ সালে গাম্বিয়ার ইসাতু সিসে তাঁর চারজন সহকর্মী নিয়ে গাম্বিয়ার ন’জাউ গ্রামে রিসাইকেল সেন্টার অব এন’জু প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। ইসাতু সিসে গাম্বিয়ার উইম্যান’স ইনিশিয়েটিভ দ্য গাম্বিয়া প্রতিষ্ঠা করেন, যা নারীদের জন্য বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা জৈব বর্জ্য থেকে জ্বালানি তৈরি, সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য থেকে বিভিন্ন পণ্য তৈরি করে নিজেদের আয় বাড়ান। তাঁরা প্লাস্টিক ব্যাগ সংগ্রহ করে সেগুলোকে ধুয়ে, কেটে, সুতোয় পরিণত করে ব্যাগ, পার্স ইত্যাদির মতো পণ্য তৈরি করেন। এই পণ্যগুলো বিক্রি করে নারীরা নিজেদের আয় বাড়াতে সক্ষম হন। এই উদ্যোগের কারণে ইসাতু সিসেকে বলা হয় কুইন অব রিসাইক্লিং।
বাহামাসের ক্রিস্টাল অ্যামব্রোস একজন সামুদ্রিক জীববিজ্ঞানী ও পরিবেশকর্মী। ২০১৩ সালে তাঁর প্রতিষ্ঠান বাহামাসে প্লাস্টিক ক্যাম্প কর্মসূচির মাধ্যমে ৫ হাজার পাউন্ডের বেশি সমুদ্র বর্জ্য সংগ্রহ করেছিল। ২০১৮ সালে ক্রিস্টাল অ্যামব্রোস একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য নিষিদ্ধ করার প্রস্তাব দেন। এর ফলে ২০২০ সালের জানুয়ারিতে বাহামাসে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, স্ট্র, স্টাইরোফোম কনটেইনার ও কাপ নিষিদ্ধ করা হয়। এমনই কাজ করেছেন নেপালের শিলশিলা আচার্য। তিনি আভনি সেন্টার ফর সাসটেইনেবিলিটি প্রতিষ্ঠা করে স্কুল, হোটেল ও পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক বর্জ্য কমাতে কাজ করছেন। এ ছাড়া প্লাস্টিক প্রতিস্থাপনে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। কেনিয়ার উদ্যোক্তা লরনা রুট্টো ইকো পোস্ট নামক সংস্থার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরি করেন।
যুক্তরাজ্যের নাবিক ও পরিবেশকর্মী এমিলি পেন এক্সএক্সপেডিশন নামে মহাসাগরের প্লাস্টিক দূষণ নিয়ে গবেষণা করছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর ২০১৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে হওয়া ১১টি অভিযানে এক শতাধিক নারী অংশ নেন। এটি ছাড়া এমিলি এমন একটি সংস্থা চালু করেছেন, যা মহাসাগর প্লাস্টিকদূষণ মোকাবিলায় ব্যক্তিগত ও ব্যবসায়িক সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের সি হাগার সংস্থার প্রতিষ্ঠাতা সেল ক্লিভ প্লাস্টিকদূষণ রোধে তৃণমূল সচেতনতা তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সমুদ্রতট পরিচ্ছন্ন অভিযানে জনগণকে যুক্ত করছেন।
এই কয়েকজন নারী প্রমাণ করেছেন, নেতৃত্ব আর সদিচ্ছা থাকলে পরিবেশ রক্ষায় বাস্তব পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তাঁরা শুধু নিজেরাই বলছেন না; অন্যান্য নারী ও পুরুষদের সংগঠিত করছেন প্লাস্টিকদূষণ বন্ধ করার লক্ষ্যে।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৪ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৪ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৪ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৪ দিন আগে