ফিচার ডেস্ক
কাজের মাধ্যমে জীবনে বিস্ময়কর কোনো অভিজ্ঞতাকে অনুভব করতে পারে, এমন মানুষ আসলেই সৌভাগ্যবান। তেমনই একজন চীনের পরমাণু রকেটবিজ্ঞানী ওয়াং হাওজ। ওয়াং ইয়াপিং এবং লিউ ইয়াংয়ের পর ক্রুড স্পেস ফ্লাইটে তৃতীয় চীনা নারী তিনি। ওয়াং ইয়াপিং, লিউ ইয়াং—দুজনেই মহাকাশচারী হওয়ার আগে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে পরিবহন পাইলট হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই প্রশিক্ষণ ছিল না ওয়াংয়ের। আর তাই তিনি চীনের প্রথম বেসামরিক নারী মহাকাশচারীর মর্যাদা পেয়েছেন।
চায়নিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২০২০ সালে ওয়াং চীনের মহাকাশচারীদের তৃতীয় ব্যাচে নির্বাচিত হয়েছিলেন। তিনি চীনের একমাত্র নারী মহাকাশ ফ্লাইট ইঞ্জিনিয়ার।
ওয়াং হাজং বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি, একজন মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তি পেশাদার হিসেবে মহাকাশচারী হওয়ার সুযোগ পাব। যখন সুযোগটি পেয়েছিলাম, অনুভব করেছি যে এটি মূল্যবান এবং অবিশ্বাস্য।’ ওয়াংয়ের ফ্লাইট পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। তাঁর প্রথম সেন্ট্রিফিউজ পরীক্ষার সময় শ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু অধ্যবসায় এবং ক্রমাগত প্রশিক্ষণের পর তিনি শেনঝো-১৯ মিশনের ক্রু সদস্য হিসেবে উত্তীর্ণ হন।
ওয়াংয়ের জন্ম উত্তর চীনের হেবেই প্রদেশে। মাঞ্চু বংশোদ্ভূত এই নারী চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের অধীনে একাডেমি অব অ্যারোস্পেস প্রোপালশন টেকনোলজিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কাজের মাধ্যমে জীবনে বিস্ময়কর কোনো অভিজ্ঞতাকে অনুভব করতে পারে, এমন মানুষ আসলেই সৌভাগ্যবান। তেমনই একজন চীনের পরমাণু রকেটবিজ্ঞানী ওয়াং হাওজ। ওয়াং ইয়াপিং এবং লিউ ইয়াংয়ের পর ক্রুড স্পেস ফ্লাইটে তৃতীয় চীনা নারী তিনি। ওয়াং ইয়াপিং, লিউ ইয়াং—দুজনেই মহাকাশচারী হওয়ার আগে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে পরিবহন পাইলট হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই প্রশিক্ষণ ছিল না ওয়াংয়ের। আর তাই তিনি চীনের প্রথম বেসামরিক নারী মহাকাশচারীর মর্যাদা পেয়েছেন।
চায়নিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২০২০ সালে ওয়াং চীনের মহাকাশচারীদের তৃতীয় ব্যাচে নির্বাচিত হয়েছিলেন। তিনি চীনের একমাত্র নারী মহাকাশ ফ্লাইট ইঞ্জিনিয়ার।
ওয়াং হাজং বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি, একজন মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তি পেশাদার হিসেবে মহাকাশচারী হওয়ার সুযোগ পাব। যখন সুযোগটি পেয়েছিলাম, অনুভব করেছি যে এটি মূল্যবান এবং অবিশ্বাস্য।’ ওয়াংয়ের ফ্লাইট পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। তাঁর প্রথম সেন্ট্রিফিউজ পরীক্ষার সময় শ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু অধ্যবসায় এবং ক্রমাগত প্রশিক্ষণের পর তিনি শেনঝো-১৯ মিশনের ক্রু সদস্য হিসেবে উত্তীর্ণ হন।
ওয়াংয়ের জন্ম উত্তর চীনের হেবেই প্রদেশে। মাঞ্চু বংশোদ্ভূত এই নারী চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের অধীনে একাডেমি অব অ্যারোস্পেস প্রোপালশন টেকনোলজিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইনে পড়ার সময়ের কথা। অনেকটা শখের বশে শুরু করেন শরদিন্দু নামে একটি শপ। বিক্রি করেছেন হাতে আঁকা টি-শার্ট। ক্রেতা ছিলেন তাঁরই পরিচিত লোকজন। এরই মধ্যে চারুকলায় পড়াশোনা শেষ হলে লন্ডনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসে স্নাতকোত্তর করতে পাড়ি জমান। তত দিনে
১ ঘণ্টা আগেকথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।
১ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে ১২ মে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। তবে যুক্তরাষ্ট্র ৬ মে থেকে ১২ মে পর্যন্ত পালন করে জাতীয় নার্স সপ্তাহ। সপ্তাহ কিংবা দিবস—যা-ই হোক না কেন, এর মূল লক্ষ্য হলো নার্সদের কঠোর পরিশ্রম, মানবিকতা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি দেওয়া। এই সময় দেশগুলো নার্সিং পেশাজীবীদের সম্মা
২ ঘণ্টা আগেফ্রান্সের একটি বিদ্যুৎ কোম্পানির একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন ডমিনিক পেলিকট। তিনি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গিসেল নামের এক নারীর সঙ্গে। ৫০ বছরের সংসারজীবনে তাঁরা তিনটি সন্তানের জনক-জননী হন। সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে যদিও ছবির মতো নিখুঁত একটি পারিবারিক জীবন ছিল তাঁদের।
২ ঘণ্টা আগে