যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২১ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে