আজকের পত্রিকা ডেস্ক
আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝানো যায় ইমোজির মাধ্যমে। আর তাই এই নম্র অথচ গুরুত্বপূর্ণ উপাদানকে সম্মান জানাতে প্রতি বছর ১৭ জুলাই পালন করা হয় ‘বিশ্ব ইমোজি দিবস।’
বিশ্ব ইমোজি দিবসের সূচনা করেন ইমোজিপিডিয়ার প্রতিষ্ঠাতা জেরেমি বার্জ। ইমোজিকে পিক্টোগ্রাফ, লোগোগ্রাম, আইডিওগ্রাম কিংবা ‘স্মাইলি’ও বলা হয়। এ ধরনের ভিজ্যুয়াল বার্তার ইতিহাস শুরু হয় ১৯৮০-এর দশকে। সে সময় কম্পিউটার বিজ্ঞানী স্কট ফাহলম্যান প্রস্তাব করেন যে ‘:-) ’ বা ‘:-(’ এর মতো ইমোটিকন ভাষার বিকল্প হতে পারে।
এরপর ১৯৯৯ সালে এক জাপানি ডিজাইনার মোবাইল কোম্পানির জন্য প্রথম ইমোজি সেট তৈরি করেন। সেখান থেকেই ধীরে ধীরে বিশ্বজুড়ে ইমোজির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০০৭ সালে গুগলের আন্তর্জাতিক সফটওয়্যার টিম ইউনিকোড কনসোর্টিয়ামকে অনুরোধ জানায়, যেন তারা ইমোজিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ইউনিকোড কনসোর্টিয়াম একটি অলাভজনক সংস্থা, যারা বিশ্বজুড়ে কম্পিউটারে লেখার মানদণ্ড ঠিক করে।
২০১১ সাল নাগাদ ইমোজি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়, যখন অ্যাপল আইওএসে অফিশিয়াল ইমোজি কিবোর্ড যুক্ত করে। এতে ইমোজির ব্যবহার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে ইমোজি শুধু সংখ্যা নয়, বরং নানা সংস্কৃতি, গায়ের রং, লিঙ্গ ও পারিবারিক কাঠামোর প্রতিনিধিত্বকারী প্রতীক হিসেবেও রূপ নেয়।
বর্তমানে ইমোজি সাধারণ টেক্সটভিত্তিক বার্তাকেও প্রাণবন্ত করে তোলে। হাজারো ইমোজি রয়েছে—পশু-পাখি, খাবার, পতাকা, আবেগ—সবই এতে রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলোর মধ্যে রয়েছে ‘লাল হৃদয়’, ‘আগুন’ এবং ‘জোরে কান্নারত মুখমণ্ডল।’
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইমোজি ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে বিশাল ভূমিকা রাখে। এগুলো আমাদের কথাবার্তাকে শুধু সহজ করে না, আরও প্রাণবন্ত করে তোলে। ইমোজি সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ একই প্রতীকের অর্থ আলাদা ভাষা বা সংস্কৃতিতে ভিন্ন হতে পারে। তাই অনুভূতি, ধারণা বা ভাব প্রকাশে এখন ইমোজি অনন্য এক মাধ্যম।
আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝানো যায় ইমোজির মাধ্যমে। আর তাই এই নম্র অথচ গুরুত্বপূর্ণ উপাদানকে সম্মান জানাতে প্রতি বছর ১৭ জুলাই পালন করা হয় ‘বিশ্ব ইমোজি দিবস।’
বিশ্ব ইমোজি দিবসের সূচনা করেন ইমোজিপিডিয়ার প্রতিষ্ঠাতা জেরেমি বার্জ। ইমোজিকে পিক্টোগ্রাফ, লোগোগ্রাম, আইডিওগ্রাম কিংবা ‘স্মাইলি’ও বলা হয়। এ ধরনের ভিজ্যুয়াল বার্তার ইতিহাস শুরু হয় ১৯৮০-এর দশকে। সে সময় কম্পিউটার বিজ্ঞানী স্কট ফাহলম্যান প্রস্তাব করেন যে ‘:-) ’ বা ‘:-(’ এর মতো ইমোটিকন ভাষার বিকল্প হতে পারে।
এরপর ১৯৯৯ সালে এক জাপানি ডিজাইনার মোবাইল কোম্পানির জন্য প্রথম ইমোজি সেট তৈরি করেন। সেখান থেকেই ধীরে ধীরে বিশ্বজুড়ে ইমোজির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০০৭ সালে গুগলের আন্তর্জাতিক সফটওয়্যার টিম ইউনিকোড কনসোর্টিয়ামকে অনুরোধ জানায়, যেন তারা ইমোজিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ইউনিকোড কনসোর্টিয়াম একটি অলাভজনক সংস্থা, যারা বিশ্বজুড়ে কম্পিউটারে লেখার মানদণ্ড ঠিক করে।
২০১১ সাল নাগাদ ইমোজি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়, যখন অ্যাপল আইওএসে অফিশিয়াল ইমোজি কিবোর্ড যুক্ত করে। এতে ইমোজির ব্যবহার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে ইমোজি শুধু সংখ্যা নয়, বরং নানা সংস্কৃতি, গায়ের রং, লিঙ্গ ও পারিবারিক কাঠামোর প্রতিনিধিত্বকারী প্রতীক হিসেবেও রূপ নেয়।
বর্তমানে ইমোজি সাধারণ টেক্সটভিত্তিক বার্তাকেও প্রাণবন্ত করে তোলে। হাজারো ইমোজি রয়েছে—পশু-পাখি, খাবার, পতাকা, আবেগ—সবই এতে রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলোর মধ্যে রয়েছে ‘লাল হৃদয়’, ‘আগুন’ এবং ‘জোরে কান্নারত মুখমণ্ডল।’
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইমোজি ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে বিশাল ভূমিকা রাখে। এগুলো আমাদের কথাবার্তাকে শুধু সহজ করে না, আরও প্রাণবন্ত করে তোলে। ইমোজি সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ একই প্রতীকের অর্থ আলাদা ভাষা বা সংস্কৃতিতে ভিন্ন হতে পারে। তাই অনুভূতি, ধারণা বা ভাব প্রকাশে এখন ইমোজি অনন্য এক মাধ্যম।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
১ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
২ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৭ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৮ দিন আগে