পাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি, মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
পেনসিলভানিয়ার এক পাঠাগারের এই বই ফেরত দেওয়ার সময় ছিল ৫১ বছর আগে। সেটাই সম্প্রতি ফেরত দিয়েছেন বইটি নেওয়া লাইব্রেরির সেই সদস্য।
জেরি ক্র্যামারের সম্পাদনা করা ‘লম্বার্ডি: উইনিং ইজ দ্য অনলি থিং’ নামের বইটি ফেরত দেওয়ার কথা ছিল ১৯৭৩ সালের ২৬ জুলাই। আর টাইটাসভেলের বেনসন মেমোরিয়াল লাইব্রেরি এটা ফেরত পেল ২০২৪ সালের শেষ দিকে এসে।
‘আমরা ২০২১ সালে জরিমানা মুক্ত করে দিয়েছি। কিন্তু জরিমানা কত হবে তা গুনে এমনকি সুদ যোগ করে অর্থসহ বইটি লাইব্রেরিতে ফিরিয়ে দিয়েছেন তিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ।
পাঠাগারটির নির্বাহী পরিচালক জেসিকা হিলবার্ন জানান, বইটি পাঠকেরা পড়ার জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন না। তার বদলে এটি প্রদর্শনের জন্য পাঠাগারটির অফিসরুমে সংরক্ষণ করা হবে।
এরি টাইমস নিউজকে বইটি ফেরত দেওয়া ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘লাইব্রেরির প্রতি তাঁর এই ভালোবাসা সত্যি দারুণ। এমনকি তিনি শেষবার তাঁর শেষ বইটি নেওয়ার ৫১ বছর পরেও লাইব্রেরির কথা মনে রেখেছেন এবং আমরা যে পরিষেবাগুলি দিই, তার প্রশংসা করেছেন।’
পাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি, মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
পেনসিলভানিয়ার এক পাঠাগারের এই বই ফেরত দেওয়ার সময় ছিল ৫১ বছর আগে। সেটাই সম্প্রতি ফেরত দিয়েছেন বইটি নেওয়া লাইব্রেরির সেই সদস্য।
জেরি ক্র্যামারের সম্পাদনা করা ‘লম্বার্ডি: উইনিং ইজ দ্য অনলি থিং’ নামের বইটি ফেরত দেওয়ার কথা ছিল ১৯৭৩ সালের ২৬ জুলাই। আর টাইটাসভেলের বেনসন মেমোরিয়াল লাইব্রেরি এটা ফেরত পেল ২০২৪ সালের শেষ দিকে এসে।
‘আমরা ২০২১ সালে জরিমানা মুক্ত করে দিয়েছি। কিন্তু জরিমানা কত হবে তা গুনে এমনকি সুদ যোগ করে অর্থসহ বইটি লাইব্রেরিতে ফিরিয়ে দিয়েছেন তিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ।
পাঠাগারটির নির্বাহী পরিচালক জেসিকা হিলবার্ন জানান, বইটি পাঠকেরা পড়ার জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন না। তার বদলে এটি প্রদর্শনের জন্য পাঠাগারটির অফিসরুমে সংরক্ষণ করা হবে।
এরি টাইমস নিউজকে বইটি ফেরত দেওয়া ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘লাইব্রেরির প্রতি তাঁর এই ভালোবাসা সত্যি দারুণ। এমনকি তিনি শেষবার তাঁর শেষ বইটি নেওয়ার ৫১ বছর পরেও লাইব্রেরির কথা মনে রেখেছেন এবং আমরা যে পরিষেবাগুলি দিই, তার প্রশংসা করেছেন।’
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে