অনলাইন ডেস্ক
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
সবার মন ছুঁয়ে যাওয়া এই ভিডিও শেয়ার করা হয়েছে,@tuskershelter নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি সম্ভবত থাইল্যান্ডের হবে। কারণ, ভিডিওর ক্যাপশনটি লিখা ছিল থাই ভাষায়। ভিডিওটিতে দেখা যায়, একটি ছোট্ট হাতির বাচ্চা একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ছোট্ট হাতিটি তার ছোট ছোট পা দিয়ে ভারসাম্য বজায় রেখে চেয়ারের উচ্চতায় ওঠার চেষ্টা করছে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর, হাতির ছানাটি চেয়ারটিকে ধাক্কা দেয়, ফলে চেয়ারটি পড়ে যায়। আশপাশে থাকা মানুষজন ছোট্ট হাতির এই আদুরে ‘রাগ’ ক্যামেরাবন্দী করেন।
পরের আরও দেখা যায়, হাতির বাচ্চাটি মাটিতে পড়ে থাকা ভাঁজ করা চেয়ারটিকে শুঁড় দিয়ে নেড়েচেড়ে দেখছে, যেন সেটি খুলতে চাইছে এবং আরও একবার চেষ্টা করতে চাইছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘চেয়ারে একটু শান্তভাবে বসতে চেয়েছিলাম, কিন্তু চেয়ার বোঝে না। শান্ত থাকার একটি ছোট্ট ইচ্ছা, যা একটি দ্বিধাগ্রস্ত চেয়ারের সঙ্গে পূরণ হয়নি।’ ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ছোট্ট হাতির বাচ্চাটির এই আদুরে কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়েছেন।
এক ব্যবহারকারী ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, ‘ছোট্ট হাতির জন্য আরও বড় চেয়ার দরকার, কী মিষ্টি!’ অন্য একজন যোগ করেছেন, ‘এত নিষ্পাপ এবং নিরীহ বাচ্চা। অমূল্য। অনেক ভালোবাসা।’
এই প্রথম নয় যে, হাতির বাচ্চার ভিডিও ইন্টারনেট দুনিয়াকে মুগ্ধ করেছে। কয়েক দিন আগেও, একটি হাতির বাচ্চাকে দেখা গিয়েছে চেয়ারে বসা এক ব্যক্তিকে আলিঙ্গন করতে। সেই ভিডিওতে, হাতির বাচ্চাকে দেখা যায় ধীরে ধীরে চেয়ারে বসা এক ব্যক্তির কাছে আসতে। এরপরই আসে একটি সুন্দর মুহূর্ত, যখন ছোট্ট হাতিটি তার শুঁড় এবং ছোট শরীর দিয়ে লোকটিকে জড়িয়ে ধরে, যা দেখে দর্শকেরা আনন্দে আপ্লুত হয়েছিলেন।
একইভাবে, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি হাতি এক ব্যক্তির সঙ্গে স্নান উপভোগ করছিল। এমন সময় সে একটি অপ্রত্যাশিত ছোট্ট অতিথিকে আবিষ্কার করে—একটি ছোট ব্যাঙ। আকারে তুলনামূলকভাবে বড় হওয়া সত্ত্বেও, হাতির বাচ্চাটি দারুণ শান্ত ভাব বজায় রেখেছিল এবং সাবধানে সেই ব্যাঙটিকে এড়িয়ে চলার চেষ্টা করে।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
সবার মন ছুঁয়ে যাওয়া এই ভিডিও শেয়ার করা হয়েছে,@tuskershelter নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি সম্ভবত থাইল্যান্ডের হবে। কারণ, ভিডিওর ক্যাপশনটি লিখা ছিল থাই ভাষায়। ভিডিওটিতে দেখা যায়, একটি ছোট্ট হাতির বাচ্চা একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ছোট্ট হাতিটি তার ছোট ছোট পা দিয়ে ভারসাম্য বজায় রেখে চেয়ারের উচ্চতায় ওঠার চেষ্টা করছে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর, হাতির ছানাটি চেয়ারটিকে ধাক্কা দেয়, ফলে চেয়ারটি পড়ে যায়। আশপাশে থাকা মানুষজন ছোট্ট হাতির এই আদুরে ‘রাগ’ ক্যামেরাবন্দী করেন।
পরের আরও দেখা যায়, হাতির বাচ্চাটি মাটিতে পড়ে থাকা ভাঁজ করা চেয়ারটিকে শুঁড় দিয়ে নেড়েচেড়ে দেখছে, যেন সেটি খুলতে চাইছে এবং আরও একবার চেষ্টা করতে চাইছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘চেয়ারে একটু শান্তভাবে বসতে চেয়েছিলাম, কিন্তু চেয়ার বোঝে না। শান্ত থাকার একটি ছোট্ট ইচ্ছা, যা একটি দ্বিধাগ্রস্ত চেয়ারের সঙ্গে পূরণ হয়নি।’ ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ছোট্ট হাতির বাচ্চাটির এই আদুরে কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়েছেন।
এক ব্যবহারকারী ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, ‘ছোট্ট হাতির জন্য আরও বড় চেয়ার দরকার, কী মিষ্টি!’ অন্য একজন যোগ করেছেন, ‘এত নিষ্পাপ এবং নিরীহ বাচ্চা। অমূল্য। অনেক ভালোবাসা।’
এই প্রথম নয় যে, হাতির বাচ্চার ভিডিও ইন্টারনেট দুনিয়াকে মুগ্ধ করেছে। কয়েক দিন আগেও, একটি হাতির বাচ্চাকে দেখা গিয়েছে চেয়ারে বসা এক ব্যক্তিকে আলিঙ্গন করতে। সেই ভিডিওতে, হাতির বাচ্চাকে দেখা যায় ধীরে ধীরে চেয়ারে বসা এক ব্যক্তির কাছে আসতে। এরপরই আসে একটি সুন্দর মুহূর্ত, যখন ছোট্ট হাতিটি তার শুঁড় এবং ছোট শরীর দিয়ে লোকটিকে জড়িয়ে ধরে, যা দেখে দর্শকেরা আনন্দে আপ্লুত হয়েছিলেন।
একইভাবে, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি হাতি এক ব্যক্তির সঙ্গে স্নান উপভোগ করছিল। এমন সময় সে একটি অপ্রত্যাশিত ছোট্ট অতিথিকে আবিষ্কার করে—একটি ছোট ব্যাঙ। আকারে তুলনামূলকভাবে বড় হওয়া সত্ত্বেও, হাতির বাচ্চাটি দারুণ শান্ত ভাব বজায় রেখেছিল এবং সাবধানে সেই ব্যাঙটিকে এড়িয়ে চলার চেষ্টা করে।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে