Ajker Patrika

পাখির ডাককে গাড়ির সাইরেন ভেবে বিভ্রান্ত হলো পুলিশ

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬: ৪২
পাখির ডাককে গাড়ির সাইরেন ভেবে বিভ্রান্ত হলো পুলিশ

পাখিটির ডাকের সঙ্গে পুলিশের কারের সাইরেনের আশ্চর্য মিল। এটা এতটাই যে পুলিশ সদস্যরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, পুলিশের বিচেস্টার ঘাঁটিতে শব্দটা শোনার পর সেখানকার পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে পড়েন। তাঁরা ভাবেন, পুলিশের কোনো একটি কারের আওয়াজ এটি। 

অক্সফোর্ডশায়ারের ওই জায়গায় একটি ভিডিও ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পুলিশ সদস্যরা। এতে পাখিটিকে একটি গাছে বসে সাইরেনের মতো শব্দে কয়েকবার ডেকে ওঠার পর কিচিরমিচির করতে দেখা যায়। 

পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়, এটি পুরোপুরি সত্যি ঘটনা, কোনো ধরনের এপ্রিল ফুল জোক নয়। আর কর্মকর্তারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন শব্দটা শুনে। 

পোস্টে উল্লেখ করা হয়, ‘এটি এতটা নির্ভুল, সবাই ভেবেছিল যে গাড়িতে সাইরেনগুলো ত্রুটিপূর্ণ ছিল।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অনুমান করেন, পাখিটি একটি স্টারলিং হতে পারে। এরা মানুষের তৈরি শব্দ অনুকরণ করায় ওস্তাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত