ইতালির এক দ্বীপের মেয়র আশ্চর্য এক ঘোষণা দিয়েছেন। দ্বীপে ঘুরে বেড়ানো ছাগল ধরতে পারলেই এর মালিক হয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, ধরা যাবে যতগুলো ইচ্ছা ছাগল। কিন্তু এমন ঘোষণার কারণ কী?
সিসিলির এয়োলিয়ান দ্বীপপুঞ্জের আলিকুদি দ্বীপের মেয়র রিকার্ডো গুলো। তিনিই ‘এডপ্ট-আ-গোট’ নামের নতুন একটি কার্যক্রম চালু করেছেন। এর আওতায়ই থাকছে এই ছাগল ধরে নিয়ে যাওয়ার সুযোগ।
মেয়র এই ঘোষণা এমনি এমনি দেননি। ১০০ মানুষের দ্বীপটিতে মুক্তভাবে ঘুরে বেড়ানো বুনো ছাগলের সংখ্যা বাড়তে বাড়তে এখন দ্বীপের জনসংখ্যার ছয় গুণ।
রিকার্ডো গুলো বলেন, যে কেউ একটি ইমেইলের মাধ্যমে আবেদন করে ‘স্ট্যাম্প ফি’ হিসেবে ১৭ ডলার পরিশোধ করলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। নির্ধারিত পনেরো দিনের মধ্যে যত ইচ্ছা ছাগল ধরে নিজের করে নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যেই এগুলো দ্বীপ থেকে সরিয়ে ফেলতে হবে।
‘যে কেউ ছাগলের জন্য অনুরোধ করতে পারেন, এর জন্য তাঁর কৃষক হতে হবে না। সংখ্যার ওপরও কোনো বিধিনিষেধ নেই।’ দ্য গার্ডিয়ানকে বলেন মেয়র রিকার্ডো গুলো।
মেয়র জানান, এ সুযোগ আপাতত এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত থাকলেও ছাগলের সংখ্যা আরও নিয়ন্ত্রিত অবস্থায় আসার আগ পর্যন্ত সময়সীমা বাড়াবেন তিনি।
মেয়র সিএনএনকে জানান, ভবিষ্যতে ছাগল মালিকদের উদ্দেশে কোনো ধরনের তদন্ত চালাবেন না তাঁরা। তবে ছাগলগুল খাওয়ার বদলে পোষা হলে খুশি হবেন।
দ্বীপের ছাগল আনা হয় ২০ বছর আগে। এখানকার এক ব্যক্তি এদের নিয়ে আসেন বংশবিস্তার ঘটানোর জন্য। কিন্তু ছাগলগুলো ছুটে গিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং বুনো হয়ে যায়।
এসব ছাগল ধীরে ধীরে দ্বীপের প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়। তবে মেয়র রকার্ডো গুলো বলেন, সংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীগুলো তাদের স্বাভাবিক আবাসস্থলের বাইরে বাগান এবং বিভিন্ন বাড়িতে হানা দিয়ে সমস্যা সৃষ্টি করছে।
ইতালির এক দ্বীপের মেয়র আশ্চর্য এক ঘোষণা দিয়েছেন। দ্বীপে ঘুরে বেড়ানো ছাগল ধরতে পারলেই এর মালিক হয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, ধরা যাবে যতগুলো ইচ্ছা ছাগল। কিন্তু এমন ঘোষণার কারণ কী?
সিসিলির এয়োলিয়ান দ্বীপপুঞ্জের আলিকুদি দ্বীপের মেয়র রিকার্ডো গুলো। তিনিই ‘এডপ্ট-আ-গোট’ নামের নতুন একটি কার্যক্রম চালু করেছেন। এর আওতায়ই থাকছে এই ছাগল ধরে নিয়ে যাওয়ার সুযোগ।
মেয়র এই ঘোষণা এমনি এমনি দেননি। ১০০ মানুষের দ্বীপটিতে মুক্তভাবে ঘুরে বেড়ানো বুনো ছাগলের সংখ্যা বাড়তে বাড়তে এখন দ্বীপের জনসংখ্যার ছয় গুণ।
রিকার্ডো গুলো বলেন, যে কেউ একটি ইমেইলের মাধ্যমে আবেদন করে ‘স্ট্যাম্প ফি’ হিসেবে ১৭ ডলার পরিশোধ করলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। নির্ধারিত পনেরো দিনের মধ্যে যত ইচ্ছা ছাগল ধরে নিজের করে নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যেই এগুলো দ্বীপ থেকে সরিয়ে ফেলতে হবে।
‘যে কেউ ছাগলের জন্য অনুরোধ করতে পারেন, এর জন্য তাঁর কৃষক হতে হবে না। সংখ্যার ওপরও কোনো বিধিনিষেধ নেই।’ দ্য গার্ডিয়ানকে বলেন মেয়র রিকার্ডো গুলো।
মেয়র জানান, এ সুযোগ আপাতত এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত থাকলেও ছাগলের সংখ্যা আরও নিয়ন্ত্রিত অবস্থায় আসার আগ পর্যন্ত সময়সীমা বাড়াবেন তিনি।
মেয়র সিএনএনকে জানান, ভবিষ্যতে ছাগল মালিকদের উদ্দেশে কোনো ধরনের তদন্ত চালাবেন না তাঁরা। তবে ছাগলগুল খাওয়ার বদলে পোষা হলে খুশি হবেন।
দ্বীপের ছাগল আনা হয় ২০ বছর আগে। এখানকার এক ব্যক্তি এদের নিয়ে আসেন বংশবিস্তার ঘটানোর জন্য। কিন্তু ছাগলগুলো ছুটে গিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং বুনো হয়ে যায়।
এসব ছাগল ধীরে ধীরে দ্বীপের প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়। তবে মেয়র রকার্ডো গুলো বলেন, সংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীগুলো তাদের স্বাভাবিক আবাসস্থলের বাইরে বাগান এবং বিভিন্ন বাড়িতে হানা দিয়ে সমস্যা সৃষ্টি করছে।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে