গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে পৃথিবীর সবচেয়ে ভারী কুমড়াটির ওজন ১ হাজার ২২৬ কেজি বা ২ হাজার ৭০২ পাউন্ড। ওজনে একটি ছোটখাটো কারের চেয়ে বড়। আরও সহজে বুঝতে চাইলে এর ওজন মোটামুটি ১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষের সমান। ইতালির একজন কৃষক এই কুমড়া উৎপাদন করেন।
ইতালির টোসকানোর রাদ্দা ইন চিয়ানতি অঞ্চলের কৃষক স্টেফানো কুতরোপি ২০০৮ সাল থেকেই এমন বিশাল আকারের কুমড়া উৎপাদন শুরু করেন। পিসার ধারে অবস্থিত পেসিওলিতে কামপেয়োনাতো দেলা জুকোনে নামের এক কুমড়া উৎসবে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম কুমড়াটি প্রদর্শন করেন তিনি।
লো জুকোনে নামেও পরিচিত উৎসবটিতে বিচারক হিসেবে উপস্থিত থাকেন গ্রেট পাম্পকিন কমনওয়েলথের সদস্যরা। তাঁরাই ঠিক করেন প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী কি না কুমড়াটি।
আটলান্টিক জায়ান্ট জাতের কুমড়াটির বীজ অঙ্কুরিত হয় মার্চের দিকে, মোটামুটি জুলাইয়ের শেষ দিকে কুতরোপি একটু আভাস পাচ্ছিলেন।
তবে পৃথিবীতে এখন এত দানবীয় সব ফল আর সবজি উৎপাদিত হয় যে নিশ্চিত হতে পারছিলেন না। তা ছাড়া জিনিসটি পাড়ার পর থেকে প্রতিযোগিতায় পৌঁছানো পর্যন্ত সময়টি ছিল খুব গুরুত্বপূর্ণ।
তারপর এল প্রতিযোগিতার দিন। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। তেমনি কৌতূহলী ছিলেন উপস্থিত দর্শকও।
‘যখন ওজন করা হচ্ছিল, আমার পেছনটি ছিল পর্দার দিকে। যখন দর্শক আর আমার বন্ধুবান্ধব দেখল ওজনটা, আনন্দে আমাকে তুলে ফেলল তারা। ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম আমি এটা করেছি। চেঁচিয়ে উঠলাম।’ বলেন কুতরোপি, ‘কুমড়াটি ছুঁতেই শরীরে যেন উত্তেজনার একটি শিহরণ বয়ে গেল। নতুন বিশ্ব রেকর্ড করে ফেলেছি।’
মজার ঘটনা, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার (যেটি আবার বিশ্ব রেকর্ডও) পাওয়ার পাশাপাশি লো জুকোনে উৎসবে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও পান তিনি। দ্বিতীয় হওয়া তাঁর কুমড়াটির ওজন ছিল ৯৭৮.৯৯ কেজি (২১৫৮ পাউন্ড), আর তৃতীয় হওয়াটির ওজন ৭৯৪.৫১ কেজি (১৭৫১ পাউন্ড)।
আশ্চর্য ব্যাপার হলো, এমন এক সময়ে রেকর্ড আকৃতির কুমড়াটি হলো, যখন ইতালিতে বেশ বৈরী আবহাওয়া ছিল সিসিলিতে, তাপমাত্রা উঠে গিয়েছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস (১১৯.৮ ডিগ্রি ফারেনহাইট)। জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সাধারণত থাকে ৩৩ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ওই প্রতিযোগিতার দুই সপ্তাহ পর কুতরোপির বিশাল কুমড়াটা পৌঁছে জার্মানির লুডউইগসবার্গে। ১০ অক্টোবর ইউরোপিয়ান জায়ান্ট পাম্পকিন চ্যাম্পিয়নশিপে এর ওজন মাপা হয়। এখানে একটি বিষয় খোলাসা করা দরকার, খেত থেকে তোলার পর অভ্যন্তরে পানি হ্রাসের কারণে কুমড়ার ওজন কমতে থাকে। এই কয় দিনে এর ওজন একটু কমে দাঁড়ায় ১২১৭.৫ কেজিতে (২,৬৮৪ পাউন্ড)। তবে এতে এই প্রতিযোগিতায়ও এর প্রথম স্থান অর্জন বাধাগ্রস্ত হয়নি। আর ২০১৬ সালের পুরোনো বিশ্ব রেকর্ড থেকে তখনো এর ওজন ছিল অনেক বেশি। আগের ওই রেকর্ডটি ছিল বেলজিয়ামের ম্যাথিয়াস উইলমিজনসের ১১৯০.৪৯ কেজি ওজনের কুমড়াটির।
গত দেড় বছরে অবশ্য কুতরোপির রেকর্ড ভাঙতে পারেননি আর কেউ, এমনকি তিনি নিজেও।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে পৃথিবীর সবচেয়ে ভারী কুমড়াটির ওজন ১ হাজার ২২৬ কেজি বা ২ হাজার ৭০২ পাউন্ড। ওজনে একটি ছোটখাটো কারের চেয়ে বড়। আরও সহজে বুঝতে চাইলে এর ওজন মোটামুটি ১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষের সমান। ইতালির একজন কৃষক এই কুমড়া উৎপাদন করেন।
ইতালির টোসকানোর রাদ্দা ইন চিয়ানতি অঞ্চলের কৃষক স্টেফানো কুতরোপি ২০০৮ সাল থেকেই এমন বিশাল আকারের কুমড়া উৎপাদন শুরু করেন। পিসার ধারে অবস্থিত পেসিওলিতে কামপেয়োনাতো দেলা জুকোনে নামের এক কুমড়া উৎসবে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম কুমড়াটি প্রদর্শন করেন তিনি।
লো জুকোনে নামেও পরিচিত উৎসবটিতে বিচারক হিসেবে উপস্থিত থাকেন গ্রেট পাম্পকিন কমনওয়েলথের সদস্যরা। তাঁরাই ঠিক করেন প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী কি না কুমড়াটি।
আটলান্টিক জায়ান্ট জাতের কুমড়াটির বীজ অঙ্কুরিত হয় মার্চের দিকে, মোটামুটি জুলাইয়ের শেষ দিকে কুতরোপি একটু আভাস পাচ্ছিলেন।
তবে পৃথিবীতে এখন এত দানবীয় সব ফল আর সবজি উৎপাদিত হয় যে নিশ্চিত হতে পারছিলেন না। তা ছাড়া জিনিসটি পাড়ার পর থেকে প্রতিযোগিতায় পৌঁছানো পর্যন্ত সময়টি ছিল খুব গুরুত্বপূর্ণ।
তারপর এল প্রতিযোগিতার দিন। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। তেমনি কৌতূহলী ছিলেন উপস্থিত দর্শকও।
‘যখন ওজন করা হচ্ছিল, আমার পেছনটি ছিল পর্দার দিকে। যখন দর্শক আর আমার বন্ধুবান্ধব দেখল ওজনটা, আনন্দে আমাকে তুলে ফেলল তারা। ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম আমি এটা করেছি। চেঁচিয়ে উঠলাম।’ বলেন কুতরোপি, ‘কুমড়াটি ছুঁতেই শরীরে যেন উত্তেজনার একটি শিহরণ বয়ে গেল। নতুন বিশ্ব রেকর্ড করে ফেলেছি।’
মজার ঘটনা, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার (যেটি আবার বিশ্ব রেকর্ডও) পাওয়ার পাশাপাশি লো জুকোনে উৎসবে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও পান তিনি। দ্বিতীয় হওয়া তাঁর কুমড়াটির ওজন ছিল ৯৭৮.৯৯ কেজি (২১৫৮ পাউন্ড), আর তৃতীয় হওয়াটির ওজন ৭৯৪.৫১ কেজি (১৭৫১ পাউন্ড)।
আশ্চর্য ব্যাপার হলো, এমন এক সময়ে রেকর্ড আকৃতির কুমড়াটি হলো, যখন ইতালিতে বেশ বৈরী আবহাওয়া ছিল সিসিলিতে, তাপমাত্রা উঠে গিয়েছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস (১১৯.৮ ডিগ্রি ফারেনহাইট)। জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সাধারণত থাকে ৩৩ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ওই প্রতিযোগিতার দুই সপ্তাহ পর কুতরোপির বিশাল কুমড়াটা পৌঁছে জার্মানির লুডউইগসবার্গে। ১০ অক্টোবর ইউরোপিয়ান জায়ান্ট পাম্পকিন চ্যাম্পিয়নশিপে এর ওজন মাপা হয়। এখানে একটি বিষয় খোলাসা করা দরকার, খেত থেকে তোলার পর অভ্যন্তরে পানি হ্রাসের কারণে কুমড়ার ওজন কমতে থাকে। এই কয় দিনে এর ওজন একটু কমে দাঁড়ায় ১২১৭.৫ কেজিতে (২,৬৮৪ পাউন্ড)। তবে এতে এই প্রতিযোগিতায়ও এর প্রথম স্থান অর্জন বাধাগ্রস্ত হয়নি। আর ২০১৬ সালের পুরোনো বিশ্ব রেকর্ড থেকে তখনো এর ওজন ছিল অনেক বেশি। আগের ওই রেকর্ডটি ছিল বেলজিয়ামের ম্যাথিয়াস উইলমিজনসের ১১৯০.৪৯ কেজি ওজনের কুমড়াটির।
গত দেড় বছরে অবশ্য কুতরোপির রেকর্ড ভাঙতে পারেননি আর কেউ, এমনকি তিনি নিজেও।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৪ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে